লন্ডন: ক্রিকেটের কাছে আরেকটি সুযোগ চেয়েছিলেন তিনি। ইংল্যান্ড সিরিজ় সেই সুযোগ এসেওছিল। তবে প্রথম তিন টেস্টে বারংবার ভাল শুরু করেও ৫০ রানের গণ্ডি পার করতে ব্যর্থ হন করুণ নায়ার। কিন্তু ওভালের কঠিন পিচে যেখানে সাই সুদর্শন বাদে ভারতীয় দলের আর কোনও ব্যাটার তেমন রানই পেলেন না, সেখানেই জ্বলে উঠলেন নায়ার (Karun Nair)। তাঁর বিখ্যাত ট্রিপল হান্ড্রেডের নয় বছর, সঠিকভাবে বলতে গেলে ৩১৪৮ দিন পর আবারও অর্ধশতরানের গণ্ডি পার করলেন কর্ণাটকের ডান হাতি ব্যাটার।
নায়ারের সাফল্যে সোশ্যাল মিডিয়ায় শোরগোল। কঠিন পরিস্থিতিতে সবুজ গালিচার ন্যায় ওভালের পিচে পঞ্চম টেস্টে (IND vs ENG 5th Test) নায়ারের লড়াই একদিকে যেমন দিনশেষে জো রুটের বাহবা আদায় করে নিল। তেমনই নেটিজেনরাও মুগ্ধ।
নায়ার যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন সদ্য দলের সবথেকে ইনফর্ম ব্যাটার শুভমন গিল ২১ রানে রান আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন। ৮৩ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারতীয় দল। অপরপ্রান্ত থেকে একের পর এক উইকেট পড়ছিল। চাপে ছিল ভারতীয় দল। তবে এই সবের মধ্যেও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কার্যত প্রতিপক্ষকে তাঁকে আউট করার কোনও সুযোগই দিলেন না নায়ার। ওভালে পঞ্চম টেস্টের প্রথম দিনশেষে নায়ার আপাতত ৫২ রানে অপরাজিত রয়েছেন। তিনি ইতিমধ্যেই ওয়াশিংটন সুন্দরের সঙ্গে মিলে সপ্তম উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন।
জাতীয় দলে প্রত্যাবর্তনটা নায়ারের জন্য সুখকর হয়নি। ছয় ইনিংসে বড় রান পাননি তিনি। চতুর্থ টেস্টে দল থেকে বাদও পড়েন তিনি। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছিলেন যে নায়ার হয়তো আর সুযোগ পাবেন না। তবে পঞ্চম টেস্টে ফের একবার তাঁকে সুযোগ দেওয়া হয়। সেই সুযোগ কাজে লাগালেন তিনি। এই অর্ধশতরান যে নায়ারের আত্মবিশ্বাস বাড়াবে, তা বলাই বাহুল্য। ভারতীয় সমর্থকরা আশা করবেন নায়ার দ্বিতীয় দিনও নিজের ইনিংস এগিয়ে নিয়ে দলকে বেশ ভাল জায়গায় পৌঁছে দেবেন।