মেলবোর্ন: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তেমন রান পাননি। তারপরেই পরপর দুই টেস্টে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। তবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিনি জাতীয় দলে রয়েছেন। সেই বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) আগে রাহুলকে (KL Rahul) ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়। সেখানে ওপেন করতে নেমেও ব্যর্থ তিনি।
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় 'এ' দল (India A vs Australia A) প্রথম আনঅফিয়াল টেস্টে হেরেছে। দ্বিতীয় টেস্টের আগে দলে ধ্রুব জুরেল ও কেএল রাহুলকে যোগ করা হয়। দুইজনে ভারতের মূল দলেও রয়েছেন। বর্ডার-গাওস্কর ট্রফির আগে গুরুত্ব ফর্মে ফেরার জন্য এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য রাহুলদের আগেভাগেই অজ়িভূমে পাঠানো হয়। শোনা যাচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফির শুরুর দিকে রোহিত শর্মা থাকবেন না। তিনি বাবা হতে চলেছেন। তাই পার্থে খেলবেন না। সেক্ষেত্রে ওপেনিংয়ে তাঁর বিকল্প কে হতে পারেন? এক্ষেত্রে লড়াই অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ও কেএল রাহুলের মধ্যে।
সেই কারণেই 'এ' দলের হয়ে এদিন ওপেন করতে পাঠানো হয় রাহুলকে। তাঁর সঙ্গে আরেক ওপেনার তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ ঈশ্বরণ। কিন্তু না রাহুল, না ঈশ্বরণ, কেউই রান পেলেন না। রাহুলের সংগ্রহ যেখানে চার রান, সেখানে ঈশ্বরণ তো খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। মাত্র ১৬১ রানেই অল আউট হয়ে যায় ভারতীয় 'এ' দল।
মাইকেল নাসেরের বলে ঈশ্বরণ ও সাঈ সুদর্শন ম্যাচের প্রথম ওভারে সাজঘরে ফিরলেও, রাহুল স্কট বোল্যান্ডের বিরুদ্ধে চার মেরে শুরুটা ভাল করেন। তবে ঠিক তার তিন বল পর রাহুল অফস্টাম্পের বলে খোঁচা দিয়ে সাজঘরে ফেরেন। মাইকেল নাসেরের চার উইকেটে এদিন ভারতীয় 'এ' দল বড় রান তুলতে ব্যর্থ হয়। একমাত্র ধ্রুব জুরেলই ৮০ রানের দুরন্ত ইনিংসে নজর কাড়েন। এছাড়া দেবদত্ত পাড়িক্কাল ২৬ রানের ইনিংসে খানিকটা লড়াই করেন। জবাবে দিনশেষে অস্ট্রেলিয়া 'এ'-র স্কোর দুই উইকেটের বিনিময়ে ৫৩ রান। মুকেশ কুমার ও খলিল আমেদ একটি করে সাফল্য পেয়েছেন। আপাতত প্রথম দিনের খেলাশেষে ভারতীয় 'এ' দল ১০৮ রানে এগিয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: জাতীয় টেস্ট দলে ব্রাত্য, রিটেন করেনি KKR, তবে রঞ্জিতে স্বপ্নের ফর্মে শ্রেয়স, হাঁকালেন দ্বিশতরান