রাজকোট: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs NZ 2nd ODI) রাজকোটে তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন তখন অল্প সময়ের ব্যবধানে শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার সাজঘরে ফিরেছেন। তার মাঠে নামার পরপরই ইনফর্ম বিরাট কোহলিও সাজঘরে ফেরেন। এমন চ্যালেঞ্জিং সময়ে কেএল রাহুল (KL Rahul) মাথা ঠান্ডা রেখে ইনিংস এগিয়ে নিয়ে যান। তাঁকে যে কেন অনেকে 'ক্রাইসিস ম্যান' বলেন, তা আবারও প্রমাণ করলেন রাহুল।
প্রয়োজনের সময় ভারতের হয়ে ফের একবার অনবদ্য এক ইনিংস খেললেন রাহুল। মাত্র ৮৭ বলে কেরিয়ারে নিজের অষ্টম ওয়ান ডে শতরান হাঁকালেন কেএল রাহুল। ইনিংসের শেষ অবধি তিনি টিকে থাকলেন। অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন রাহুল। ইনিংস শেষে তাঁর নামের পাশে লেখা ৯২ বলে ১১২ রান। মূলত তাঁর ইনিংসে ভর করেই সাত উইকেটের বিনিময়ে ভারত লড়াইয়ের রসদ পেল। ৫০ ওভারে তুলল ২৮৪ রান।
রাহুলের এদিনের ইনিংস সাজানো ছিল ১১টি টার ও একটি ছক্কায়। গত বছর থেকে ওয়ান ডের শেষ ১০ ওভারে রাহুল ১৪০.০৯ স্ট্রাইক রেটে মোট ২৮৩ রান করেছেন। এই পর্যায়ে রানের নিরিখে তিনিই সবথেকে এগিয়ে আর স্ট্রাইক রেটের নিরিখে তিনি চারে। এদিনও তেমনটাই হল। ৪১তম ওভারে রাহুলের স্কোর ৫৩ বলে ৫২ রান। তবে এরপরেই তিনি আগুন ব্যাটিং করেন। স্ট্রাইক রেট বাড়ান। অবশ্য পরের ৩৪ বলেই আরও ৪৮ রান যোগ করে ফেলেন তিনি। তাঁর সুবাদেই ভারতীয় দল রাজকোটের চ্যালেঞ্জিং পিচে কিউয়িদের বিরুদ্ধে লড়াইয়ের রসদ পায়।
টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এদিন কিউয়ি অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। কিউয়ি শিবিরে একটি পরিবর্তন হয়েছিল। অন্য়দিকে ভারতীয় শিবিরে ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে দলে ঢুকেছিলেন অলরাউন্ডার নীতীশ রেড্ডি। রোহিত-গিল জুটি এদিনও দারুণ শুরু করেছিলেন। কিন্তু হিটম্য়ান একটা বাজে শট খেলে আউট হন ২৪ রান করে। তিন নম্বরে নামা বিরাট প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন। আগের ম্য়াচে ৯৩ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। এদিন ২৩ রান করে প্যাভিলিয়ন ফিরলেন কিং কোহলি।
রান পাননি শ্রেয়স আইয়ারও। গিল এদিনও অর্ধশতরান পূরণ করেন। তবে ব্যক্তিগত ৫৮ রানের মাথায় তিনিও আউট হয়ে যান। এরপরই খেলার হাল ধরেন কে এল রাহুল। একদিকে পরপর উইকেট পড়লেও ক্রিজের উল্টোদিকে সেট ছিলেন ডানহাতি এই ব্যাটার। আগের দিনও শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। এদিনও শেষ পর্যন্ত ক্রিজে থাকলেন তিনি। মিডল অর্ডারে রবীন্দ্র জাডেজা ২৭ ও নীতীশ রেড্ডি ২০ রানের ইনিংস খেলেন। সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না রেড্ডি। তবে রাহুলের ইনিংস ভারতের জয়ের জন্য যথেষ্ট হয় কি না, এবার সেটাই দেখার বিষয়।