নয়াদিল্লি: গত বারের টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে পৌঁছেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতীয় দলকে (Indian Cricket Team)। এই বারের টেস্ট চ্যাম্পিয়নশিপও প্রায় শেষের পথে। টিম ইন্ডিয়া কি নাগাড়ে দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবে? বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুইটি ম্যাচ জিতে আদৌ ভারতের লাভের লাভ কিছু হল?


কত নম্বরে ভারত?


বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় তিন নম্বরে উঠে এসেছিল ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে তালিকায় দুইয়ে পৌঁছে গেল ভারতীয় দল। গত সপ্তাহেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হার ও ভারতের জয়ের ফলেই ভারত দুইয়ে উঠে এল। জয়ের শতাংশের বিচারেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় নির্ধারিত হয়। আপাতত সেই তালিকায় সবার ওপরে আছে অস্ট্রেলিয়া দল (৭৬.৯২ শতাংশ)। তাঁদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা কার্যত পাকা।


ফাইনালে পৌঁছনোর পথ


বর্তমানে ভারত ৫৮.৯৩ শতাংশ ম্যাচ জেতায় দ্বিতীয় স্থানে রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা (৫৪.৫৫ শতাংশ) ও শ্রীলঙ্কাও (৫৩.৩৩ শতাংশ) ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তাই ভারতের ফাইনালে খেলা এখনও পাকা। টেস্ট চ্যাম্পিয়নশিপে এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেব্রুয়ারি-মার্চ মাসে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। সেই সিরিজই এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের শেষ সিরিজ। চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে ভারতকে এই সিরিজে ভাল পারফর্ম করতেই হবে।


 






অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচে জিততে পারলে ভারতের ফাইনাল খেলা পাকা। তবে তা না হলে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ফলাফলের দিকে টিম ইন্ডিয়াকে তাকিয়ে থাকতে হবে। ভারতের সমসংখ্যক চারটি টেস্ট ম্যাচ বাকি প্রোটিয়াদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে তাদের বাকি দুই ম্যাচে জেতাটা প্রয়োজনীয়। এছাড়াও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুইটি টেস্ট ম্যাচ খেলবেন ডিন এলগাররা। অপরদিকে, শ্রীলঙ্কার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচ খেলবে। তাই এখনই আগে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা পৌঁছবে, তা সঠিকভাবে বলা সম্ভব নয়। একদম শেষ পর্যন্ত কিছু লড়াই হওয়ার সম্ভবনা রয়েইছে।


আরও পড়ুন: মিরাজের ৫ উইকেট সত্ত্বেও অশ্বিন-শ্রেয়সের পার্টনারশিপের সুবাদে সিরিজ জিতল ভারত