দুবাই: সংযুক্ত আরব আমিরশাহির (IND vs UAE) বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এশিয়া কাপে ভারতের প্রথম ম্য়াচের জয়ের নায়ক। আমিরশাহির বিরুদ্ধে ম্য়াচে নিজে মাত্র ১৩ বলে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। আর ম্য়াচের সেরার পুরস্কার পাওযার সঙ্গে সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনকে টেক্কা দিয়ে দিলেন কুলদীপ।
২.১ ওভারের স্পেলে ৭ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পাওয়ার নিরিখে রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর পটেলকে টেক্কা দিয়ে দিলেন চায়নাম্য়ান। দুই স্পিনারই এই ফর্ম্য়াটে ৭২টি করে উইকেট নিয়েছেন। আমিরশাহির বিরুদ্ধে ৪ উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৩ উইকেটের মালিক হয়ে গিয়েছেন কুলদীপ। এই ফর্ম্য়াটে জসপ্রীত বুমরা ভুবনেশ্বর কুমারের সঙ্গে ৯০ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন।
ভারতীয় ক্রিকেট দলের ফিটনেস ট্রেনার হিসেবে যোগ দিয়েছেন আদ্রিয়ান ল্য রু। তিনি এসেই ব্রঙ্কো টেস্টের বন্দোবস্ত করেছিলেন ক্রিকেটারদের জন্য। যে শারীরিক পরীক্ষা রাগবি খেলায় দেখা যায়। সেই ব্রঙ্কো টেস্ট নিয়ে বিতর্কও কম হয়নি। তারকা বাঁহাতি স্পিনার কুলদীপ বলেছেন, 'আদ্রিয়ান, আমাদের ট্রেনারকে ধন্যবাদ জানাব। আমার বোলিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও পরিশ্রম করছিলাম। সব কিছুই নিখুঁতভাবে হয়েছে। সঠিক লেংথে বল করার চেষ্টা করেছি। সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। ব্যাটাররা কী করতে চাইছে সেটা বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আজকেও আগাম বুঝে নিচ্ছিলাম পরের বলে ব্যাটার কী করতে পারে।'
এশিয়া কাপে ভারত এ গ্রুপে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নেমেছিল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর সিদ্ধান্ত যে ভুল ছিল না, প্রমাণ করে দেন ভারতীয় বোলাররা। ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে শেষ হয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহি। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই হায়দার আলিকে ছক্কা মেরে শুরু করেন অভিষেক শর্মা। ১৬ বলে ৩০ রান করে তিনি ফিরলেও ব্যাটিং ঝড় থামেনি। ৪.৩ ওভারে ৬০ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ৯ উইকেটে দুরমুশ করে সংযুক্ত আরব আমিরশাহিকে।