নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইনিংসে পঞ্চমবারের জন্য পাঁচ উইকেট নিলেন কুলদীপ যাদব। প্রায় ১৮ মাস পর ইনিংসে পাঁচ উইকেট নিলেন চায়নাম্যান। দিল্লি টেস্টে বাঁহাতি স্পিনার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮২ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন।

Continues below advertisement

এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্য়ে সবচেয়ে বেশি ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন। টেক্কা দিলেন ইংল্য়ান্ডের কিংবদন্তি স্পিনার জনি ওয়ার্ডলেকে। মাত্র ১৫ টেস্ট সময় নিলেন কুলদীপ পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট নিতে। জনি এই নজির গড়তে সময় নিয়েছিলেন ২৮ টেস্ট। কিন্তু কুলদীপ ১৫ ম্য়াচ সময় নিলেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিনার পল অ্য়াডামস ৪৫ টেস্ট সময় নিয়েছিলেন ইনিংসে পাঁচবার পাঁচ উইকেট নিতে।

Continues below advertisement

চলতি টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি কুলদীপ এই মুহূর্তে। তাঁর নামের পাশে ৯ উইকেট জ্বলজ্বল করছে এই মুহূর্তে। এখনও পর্যন্ত ১৫ ম্য়াচে ৬৫ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন কুলদীপ। ২০১৭ সালে প্রথমবার টেস্টে অভিষেক হয় চায়নাম্য়ান কুলদীপের। প্রথম ইনিংসেউইকেট হারিয়ে ৫১৮ রান বোর্ডে তুলে ডিক্লেয়ার করেছিল ভারত। ভারতের থেকে ২৭০ রান পিছিয়ে ২৪৮ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ় প্রথম ইনিংস

 

 

লারার সঙ্গে সাক্ষাজয়সওয়ালের

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ভারতের হয়ে এক চোখধাঁধানো ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। প্রথম দিনের স্কোর সঙ্গে মাত্র দুই রানই যোগ করে দ্বিতীয় দিনের সকালে আউট হলেও, যশস্বী মোট ১৭৫ রান করেন। শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে দুর্ভাগ্যবশত রান আউট হয়েই যশস্বীকে সাজঘরে ফিরতে হয়। ভারতের তারকা ওপেনারের ২৫৮ ইনিংস সাজানো ছিল ২২টি চারে ৬৭-র অধিক স্ট্রাইক রেটে তিনি রান করেন। প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আপাতত ভারতেই রয়েছেন। তাঁকে মাঠেও স্ট্যান্ডে বসে ম্য়াচ দেখতে দেখা যায়যশস্বীর সঙ্গে এই ম্যাচ চলাকালীনই ব্রায়ান লারা দেখা করেন। ভিডিওতে ব্রায়ান লারাকে যশস্বীর কাছে অনুরোধ করতে শোনা যায়, 'আমাদের বোলারদের এত বাজেভাবে মেরো না।' এই কথা শুনে যশস্বীর মুখে মুচকি হাসি দেখা যায়।