ধর্মশালা: দুরন্ত বোলিং পারফরম্যান্স ভারতের। চা বিরতির পর পরেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড। চা বিরতির পর দুই উইকেটই নিলেন আর অশ্বিন (R Ashwin)। নিজের শততম টেস্টে চার উইকেট নিলেন তিনি। ২১৮ রানেই শেষ হল পঞ্চম টেস্টে (IND vs ENG 5th Test) ইংল্যান্ডের প্রথম ইনিংস। কুলদীপ যাদব (Kuldeep Yadav) নিলেন পাঁচ উইকেট।


চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল আট উইকেটের বিনিময়ে ১৯৪ রান। ক্রিজে় উপস্থিত ছিলেন বেন ফোকস ও শোয়েব বশির। ফোকসই ইংল্যান্ডের হয়ে কিছুটা লড়াই চালান। থ্রি লায়ান্সকে দু'শো রানের গণ্ডি পার করান তিনি। তবে ঠিক যখন মনে হচ্ছিল ফোকস ও বশির বেশ সেট হয়ে গিয়েছেন, ঠিক তখনই ফোকসকে ২৪ রানে ফেরান অশ্বিন। জেমস অ্যান্ডারসনও লড়াই করকে পারেননি। স্যুইপ মারতে গিয়ে দেবদত্ত পাড়িক্কালের হাতে ধরা দেন তিনি। ২১৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।


অথচ ম্যাচের শুরুটা কিন্ত ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রলি বেশ ভালভাবেই করেছিলেন। দুইজনে ওপেনিংয়ে ৬৪ রান যোগ করেন। তবে কুলদীপ বল হাতে তুলে নিলেই ম্যাচের রঙ বদলাতে শুরু করে। দেখেশুনে নিজের ইনিংস শুরু করা বেন ডাকেট হাত খুলতে গিয়েই আউট হন। কুলদীপের বলে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে কভারে এক দুরন্ত ক্যাচ ধরেন শুভমন গিল। তাঁর সংগ্রহ ২৭ রান। ৬৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন ক্রলি।


অলি পোপ ব্যাটে নেমে একদিকে ক্রিজ আঁকড়ে ছিলেন। কিন্তু পোপ কুলদীপের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে সম্পূর্ণভাব ফ্লাইটে পরাস্ত হন। সহজ স্টাম্প করেন জুরেল। পোপের সংগ্রহ ১১। দুই উইকেটের বিনিময়ে ১০০ রানে শেষ হয় প্রথম সেশন। দ্বিতীয় সেশনের শুরুটাও জো রুটের সঙ্গে মিলে দুরন্তভাবে করেন তিনি। ষশপ্রীত বুমরাকে  আক্রমণ করেন দুই ব্যাটার। তবে ভারতকে বড় সাফল্য এনে দেন কুলদীপ যাদব। একবার কুলদীপের বোলিংয়ে সরফরাজ ক্রলির ক্যাচ ধরলেও, আম্পায়ার তা নাকচ করে দেন। ভারতীয় দল রিভিউও নেয়নি। তবে পরবর্তীতে দেখা যায় ক্রলির ব্য়াটে বল লেগেছিল। অবশ্য ভারতকে এর জন্য খুব বেশি ভুগতে হয়নি। ক্রলিকে ৭৯ রানে বোল্ড করেন কুলদীপ।


ক্রলি আউট হওয়ার পর শততম ম্যাচ খেলা জনি বেয়ারস্টো এবং রুট ইংল্যান্ডের ইনিংস সামলানোর কাজ করেন। তিন উইকেট হারিয়েই ১৫০ রানের গণ্ডি পার করে ইংল্যান্ড। বেয়ারস্টো বিধ্বংসী মেজাজে শতাধিক স্ট্রাইক রেটে রান করে ইংল্যান্ডকে দু'শোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ফের একবার ভারতের ত্রাতা হয়ে উঠেন কুলদীপ। তিনিই ১৮ বলে বেয়ারস্টোর ২৯ রানের ইনিংস সমাপ্ত করেন। জো রুটের গুরত্বপূর্ণ উইকেট নেন রবীন্দ্র জাজেজা। কুলদীপ এরপর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে আউট করে নিজের পাঁচ উইকেট সম্পূর্ণ করেন।


সেশন শেষ হওয়ার আগে আরেক তারকা স্পিনার আর অশ্বিন একই ওভারে ভারতকে পরপর দুইটি সাফল্য এনে দেন। তিনি টম হার্টলিকে ছয় এবং মার্ক উডকে শূন্য রানে ফেরান। দ্বিতীয় সেশন শেষ হয় ১৯৪/৮ স্কোরে। তৃতীয় সেশনে ২৪ রান বাকি দুই উইকেট হারাল ইংল্যান্ড।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে   


আরও পড়ুন: আইপিএল ২০২৪ শেষেই অবসর নিচ্ছেন দীনেশ কার্তিক?