নয়াদিল্লি: ব্যাট হাতে বিশ্ব ক্রিকেটকে শাসন করেন তিনি। দেশের তরুণ প্রজন্মকে খেলাধূলোর ঝোঁক বাড়াতে বিভিন্ন সময় মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। এবার আরও একবার তরুণ প্রজন্মের পাশে দাঁড়িয়ে বিরাট কোহলি বলেন যে পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় অনেক ক্রিকেটারের স্বপ্নভঙ্গ হয়ে যায়। 


আইএসএলে এফসি গোয়া দলের মালিক বিরাট। সেই ফ্র্যাঞ্চাইজিরই 'ফিল্ড অফ ড্রিমস' প্রজেক্টের এক অনুষ্ঠানে এসে বিরাট বলেন, ''৬ বছর আগে, ফোর্সা গোয়া ফাউন্ডেশন কাজ শুরু করেছিলেন তৃণমূল স্তরের ফুটবলারদের তুলে আনার। গোয়ার প্রত্যন্ত জায়গা থেকে ফুটবলারদের তুলে এনে তাঁদের সঠিক প্রশিক্ষণ দেওয়ার কাজ এই ফাউন্ডেশনের। তাঁদের স্বপ্নটা বাঁচিয়ে রাখতে হবে। পরিকাঠামোটা উন্নত রাখার খুব দরকার। তা হলেই একটা দেশ ক্রীড়াক্ষেত্রে বিশ্বে প্রথম সারিতে আসবে।'' প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, ''যখন আমি দিল্লিতে বড় হচ্ছিলাম। তখন নানারকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল আমাকেও। অনেক চ্য়ালেঞ্জের মুখে পড়তে হয়েছে। যদিও আমি অনেক ভাগ্যবান যে আমার কােচিং সেন্টারে অনেক কিছুই ছিল। কিন্তু সেই সময় অনেকেই আমার মত সুবিধে হয়ত পায়নি। পর্যাপ্ত সুযোগ ও পরিকাঠামো একজনের স্বপ্ন ভেঙে দিতে পারে। এফ গোয়ার জন্য আমি গর্বিত যে তাঁরা এই ফাউন্ডেশন এমন একটা প্রোজেক্ট শুরু করেছে।''


কিছুদিন আগেই ঘরের মাঠ কোটলায় নেমে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫ হাজার রান করার নজির গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। কোটলা টেস্টে ভারতের জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ১১৫ রান। সেই রান তাড়া করতে নেমে লাঞ্চের আগে রাহুলের উইকেট হারায় ভারত। লাঞ্চের পর ক্যাপ্টেন রোহিত ফিরে যান। এরপরই ক্রিজে আসেন কোহলি। ৭ রান দূরে ছিলেন বিরাট নিজের ২৫ হাজার আন্তর্জাতিক রান পূরণ করার ক্ষেত্রে। 


বিরাট এক্ষেত্রে টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে। ৫৭৭ ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান পূরণ করেছিলেন সচিন তেন্ডুলকর। সেখানে ৫৪৯ ইনিংস খেলে এই মাইলস্টোন ছুলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট ও সচিন ছাড়া এই তালিকায় রয়েছেন রিকি পন্টিং (৫৮৮), জ্যাক কালিস (৫৯৪), কুমার সাঙ্গাকারা (৬০৮) ও মাহেলা জয়বর্ধনে (৭০১)।


বিরাট প্রথম ইনিংসে ৪৪ রান করেছিলেন। সেই ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকান তিনি। দ্বিতীয় ইনিংসে অবশ্য ২০ রান করেই প্যাভিলিয়নে ফেরেন কোহলি। মার্ফির বলে স্টাম্প আউট হয়ে যান। যদিও তার আগেই নিজের ২৫ হাজার আন্তর্জাতিক রান পূরণ করেন কিং কোহলি।