দুবাই: আইসিসি টি-টোয়েন্টি ক্রমতালিকায় বােলারদের তালিকায় নেমে গেলেন ভারতের রবি বিষ্ণোই ও অর্শদীপ সিংহ। এই মুহূর্তে আইপিএল খেলতে ব্যস্ত ভারতীয় ক্রিকেটাররা। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের কোনও সূচি নেই। যার জন্য পয়েন্টও খোয়াতে হয়েছে ভারতের ২ বোলারকে। তবে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী। প্রথম দশে থাকলেও তাঁরা আগের ক্রমতালিকা থেকে নেমে গিয়েছেন।
এই নতুন তালিকা প্রকাশের আগে ভারতীয় দলের বোলার রবি বিষ্ণোই ছয় নম্বরে ছিলেন। কিন্তু নতুন প্রকাশিত তালিকায় তিনি সাতে নেমে গিয়েছেন। অন্যদিকে বাঁহাতি পেসার অর্শদীপ সিংহ নয় নম্বর থেকে ১০ নম্বরে নেমে গিয়েছেন। আরেকটু হলেই প্রথম দশ থেকে বেরিয়ে যেতেন তিনি। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্াটে দুর্দান্ত পারফর্ম করার জন্য কিউয়ি বোলার জ্যাকব ডাফি ৬৯৪ রেটিং পয়ন্ট নিয়ে এই মুহূর্তে পাঁচ নম্বরে উঠে এসেছেন। তিনি টি-টোয়েন্টি সিরিজে ১৩ উইকেট নিয়েছেন।
সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বোলারদের ক্রমতালিকা
আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ): ৭০৭ পয়েন্ট
বরুণ চক্রবর্তী (ভারত): ৭০৬ পয়েন্ট
আদিল রশিদ (ইংল্যান্ড): ৭০৫ পয়েন্ট
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা): ৭০০ পয়েন্ট
অ্য়াডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ও জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড): ৬৯৪ পয়েন্ট
এদিকে, ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দ্বিতীয় স্থানে আছেন ভারতের অভিষেক শর্মা ও তৃতীয় স্থানে ইংল্যান্ডের ফিল সল্ট। হেডের ঝুলিতে রয়েছে ৮৫৬ রেটিং পয়েন্ট। অভিষেক ৮২৯ পয়েন্ট ঝুলিতে পুরেছেন। সল্টের ঝুলিতে রয়েছে ৮১৫ পয়েন্ট। ভারতের আরেক তরুণ ব্যাটার তিলক ভার্মা চার নম্বর স্থানে রয়েছেন ৮০৪ পয়েন্ট নিয়ে। পাঁচে রয়েছেন এই ফর্ম্য়াটে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর সংগ্রহ ৭৩৯ পয়েন্ট।
কেকেআরকে জিতিয়ে কী বলছেন ডি কক?
বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আট উইকেটে জয় ছিনিয়ে নেয় কেকেআর। ম্য়াচে ৯৭ রানের অপরাজিত ইনংস খেলেন কুইন্টন ডি কক। ম্যাচ শেষে ডি কক জানান, "আমি এই দলের হয়ে পারফর্ম করতে চেয়েছিলাম। সত্যি বলতে এখনও পর্যন্ত আমাকে কোনও চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। ১০ দিনের দুর্দান্ত একটা প্রি সিজন ক্যাম্প হয়েছিল আমাদের। সেখানে সবাই আমরা একে অপরকে চিনেছি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের হয়ে পারফর্ম করার সুযোগ পেয়েছি। এই ফর্ম ধরে রাখতে চাই। আইপিএল এখন অনেকটাই শুধুমাত্র চার-ছক্কার টুর্নামেন্ট হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমার কাছে বিষয়টা আলাদা। আমার কাছে লক্ষ্য শুধু জয়।"