মুম্বই: ভারতীয় মহিলা ক্রিকেট দলের ২ গুরুত্বপূর্ণ সদস্য। দেশের বিশ্বকাপ জয়ের পেছনে তাঁদের অবদান ছিল অপরিসীম। এবার তাঁদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করল ২ ক্রিকেটারের রাজ্য সরকার। ২ পেসার ক্রান্তি গউড ও রেণুকা ঠাকুর। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ক্রান্তির জন্য ১ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করলেন। অন্য়দিকে হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুও রেণুকার জন্য ঘোষণা করলেন ১ কোটি টাকার আর্থিক পুরস্কার। 

Continues below advertisement

নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছিলেন ক্রান্তি। গোটা টুর্নামেন্টে এই পেস ব্যাটারি মোট ৯ উইকেট ঝুলিতে পুরেছিলেন আট ম্য়াচে খেলতে নেমে। এর মধ্যে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ম্য়াচ জেতানো স্পেলও রয়েছে। সেই ম্য়াচে ২ উইকেট তুলে নিয়েছিলেন। দলে বিশ্বজয়ের পেছনে ক্রান্তির অসামান্য অবদানের কথা ভেবেই রাজ্য সরকারের তরফে তাঁকে আর্থিক পুরস্কার ঘোষণা করা হল।

ক্রান্তির মতই ভারতীয় পেস অ্যাটাকের আরেক তারকা রেণুকা ঠাকুর। হিমাচলপ্রদেশের এই মেয়ের বিশ্বজয়ের খবরে সেখানকার মানুষও অত্যন্ত খুশি। হিমাচলপ্রদেশের মুখ্য়মন্ত্রী রেণুকাকে শুভেচ্ছা জানিয়ে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেমিফাইনাল ও ফাইনালে চোখ রেখেছিলেন সুখবিন্দর সিংহ সুখু। রেণুকার বিশ্বজয়ের গল্প হিমাচলপ্রদেশের মেয়েদের অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Continues below advertisement

এদিকে, দেশের মেয়েদের বিশ্বজয়ের পর তাঁদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, 'আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ ফাইনালে ভারতীয় দলের এক অসাধারণ জয়ফাইনালে এই পারফর্মেন্স অসাধারণ দক্ষতা এবং আত্মবিশ্বাসের প্রতীক। পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি ব্যতিক্রমী দলগত কাজ এবং দৃঢ়তা দেখিয়েছে। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলাধুলায় মনোনিবেশ করতে অনুপ্রাণিত করবে।'

বৃষ্টিবিঘ্নিত ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন লরা উলভার্ট। প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করেন। জবাবে ৪৫ দশমিক ৩ ওভারে ২৪৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ব্যাটে-বলে নজর কাড়লেন শেফালি বর্মা ও দীপ্তি শর্মা। দুই ক্রিকেটারের দাপটে ট্রফি তুললেন হরমনপ্রীতেরা। প্রথম বাঙালি হিসাবে বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষ। ৭৮ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস শেফালি ভার্মার, যোগ্য সঙ্গত দিলেন স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা। বিশ্বকাপ ফাইনালে অর্ধশতরানের পাশাপাশি ৩৯ রানে ৫ উইকেট নেন দীপ্তি শর্মা। ম্যাচের শেষ ক্যাচ ধরেন হরমনপ্রীতঅধিনায়কের ক্যাচে বিশ্বজয় করল ভারত।