নয়াদিল্লি: দিনকয়েক আগেই ভারতীয় তারকা ক্রিকেটার তথা কর্ণাটক অধিনায়ক ময়ঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) আকস্মিক অসুস্থতা ভারতীয় ক্রিকেটমহলকে উদ্বিগ্ন করেছিল। সেই অসুখ কাটিয়ে মাঠেও ফিরেছেন তিনি। এবার নিজেই ওই ঘটনার স্মৃতিচারণ করে এক মজাদার পোস্ট করলেন ময়ঙ্ক।
আগরতলা থেকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলে ফেরার সময় ময়ঙ্ক বিমানে জল খেয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন। ভর্তি হতে হয়েছিল হাসপাতালেও। সম্প্রতি তিনি বিমানে বসে জলের বোতল হাতে এক ছবি পোস্ট করে সেই ঘটনারই স্মৃতি উস্কে লেখেন, 'বিলকুল রিস্ক নেহি লেনে কা রে বাবা।' অর্থাৎ 'বিন্দুমাত্র ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই আর।' ময়ঙ্কের এই পোস্ট যে তাঁর অসুস্থতার স্মৃতি উস্কেই, তা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
বিমানে এক পাউচ থেকে জল খেয়েই ময়ঙ্কের শরীর খারাপ লাগা শুরু হয়। তাঁর স্বর ফিরতেও সময় লাগে কিছুটা। এই কাণ্ডের পর কর্ণাটকের টিম ম্যানেজারের তরফে পুলিশে অভিযোগও জানানো হয়। ময়ঙ্ক সেই ঘটনার জেরে হাসপাতালে ভর্তি থাকার পর রেলওয়েজের বিরুদ্ধে কর্ণাটকের হয়ে মাঠে নামতে পারেননি।
তবে তিনি এই মাসের শুরুর দিকেই তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২২ গজে প্রত্যাবর্তন ঘটান। চলতি মরশুমটা কর্ণাটক অধিনায়কের জন্য একেবারে যে খারাপ কাটছে, তা কিন্তু নয়। রঞ্জির গ্রুপ পর্বের সাত ম্যাচে ডান হাতি ওপেনার মোট ৩৯৮ রান করে ফেলেছেন। দুই শতরান এবং সমসংখ্যক অর্ধশতরানও এসেছে তাঁর ব্যাট থেকে।
তাঁর দল কর্ণাটকও বেশ ভালই পারফর্ম করেছে। এলিট গ্রুপ 'সি'-তে ২৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করে কর্ণাটক। রঞ্জির কোয়ার্টার ফাইনালেও নিজেদের স্থান পাকা করে নিয়েছে ময়ঙ্কের নেতৃত্বাধীন কর্ণাটক দল। সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্যে কর্ণাটক বিদর্ভের বিরুদ্ধে মাঠে নামবে। বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালের সূচিও ঘোষণা করে দেওয়া হয়েছে। সেই সূচি অনুযায়ী ২৩ তারিখ থেক শুরু হবে কর্ণাটক বনাম বিদর্ভের রঞ্জি ট্রফি ম্যাচ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ঘোষিত হল দিনক্ষণ, রঞ্জির কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের মুখোমুখি হবে?