সুনীত হালদার, হাওড়া: অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC U19 Women's T20 World Cup) জয়ের পর ঘরে ফিরেছেন দুই বঙ্গকন্যা হৃষিতা বসু (Hrishita Basu) ও তিতাস সাধু। তাঁদের ঘরে ফেরার পর থেকেই বিশ্বজয়ীদের সংবর্ধনা জানানোর হিড়িক চোখে পড়ার মতো। এবার হৃষিতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন ডিওয়াইএফআই (DYFI) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)।
বিশ্বজয়ীর বাড়িতে মীনাক্ষী
রবিবার সকালে হাওড়ার বালটিকুরি বিবেকানন্দ পল্লীতে সদ্য অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ জয়ী দলের সদস্য হৃষিতা বসুর বাড়িতে যান মীনাক্ষী। বিশ্বজয়ী ক্রিকেটারের বাবা মায়ের সঙ্গে দেখা তো করেনই, হৃষিতাকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি। মীনাক্ষী আশাবাদী আগামী দিনে হৃষিতা দেশের হয়ে আরও ভাল পারফর্ম করবেন এবং তার জন্য তাঁকে সেরা পরিবেশ গড়ে দিতেও বদ্ধপরিকর তিনি। মীনাক্ষী বলেন, 'এখন খ্যাতির শিখরে ঋষিতা আছে। ওকে খেলার ভালো পরিবেশ করে দিতে হবে যাতে ও নিজের সেরাটা দিতে পারে।'
আইপিএলে ঝুলন
চলতি বছরেই বসতে চলেছে প্রথমবারের জন্য মহিলাদের আইপিএলের (Womens IPL 2023) আসর। এবার মহিলাদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami)। বাংলার প্রাক্তন তারকা মহিলা পেসারকে মুম্বই ইন্ডয়ান্স (Mumbai Indians) তাদের বোলিং কোচ ও মেন্টর হিসেবে নিয়োগ করেছে। কোচিং স্টাফদের নাম ঘোষণা করেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। দলের প্রধান কোচ নির্বাচিত করা হয়েছে প্রাক্তন ইংরেজ ক্যাপ্টেন চার্লট এডওয়ার্ডসকে। প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার দেবিকা পালসিক্কার ব্যাটিং কোচ হয়েছেন।
নীতা আম্বানি বলছেন, 'ঝুলন, চার্লট প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুধু মেয়েরা এখন খেলার মাঠেই এগিয়ে আসছে না, বরং কোচিং স্টাফ হিসেবেও তাঁরা কাজ করছেন। ভারতের মহিলা ক্রীড়ার জন্য খুব ভাল সময় চলছে।' দিল্লি ফ্র্যাঞ্চাইজির তরফে বাংলার প্রাক্তন পেসার, কিংবদন্তি ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami) মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন ঝুলন। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দলে বড় দায়িত্ব নিলেন। জানা গিয়েছে, দিল্লি ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে প্রাক্তন ক্রিকেটার ডব্লিউ ভি রামনকে ব্যাটিং কোচ আর ঝুলন গোস্বামীকে বোলিং কোচের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মুম্বইয়ের সঙ্গে যোগ দিচ্ছেন ঝুলন।
আরও পড়ুন: ছন্দে থাকাকালীনই টেস্টে সুযোগ দাও, এবার সূর্যকুমারের হয়ে ব্যাট ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়