মুম্বই: টি-টোয়েন্টি ও টেস্ট দুটো ফর্ম্য়াট থেকেই অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু এখনও ওয়ান ডে ফর্ম্য়াট থেকে সরে দাঁড়াননি রোহিত শর্মা। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছে প্রকাশ করেছেন হিটম্য়ান। কিন্তু আদৌ কি আরও ২ বছর পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন রোহিত? প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে অনেক ক্রিকেট বিশেষজ্ঞও বলেছেন যে রোহিত শর্মার পক্ষে ওয়ান ডে দলে নিজের জায়গা ধরে রাখা চাপের হবে ২০২৭ পর্যন্ত। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ মনে করেন ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলবেন হিটম্যান।

নিজের ইউটিউব চ্যানেলে মহম্মদ কাইফ বলেন, ''গত তিন বছরে প্রায় ২ হাজার রান করেছেন গিল আন্তর্জাতিক ক্রিকেটে। ও নিজে ভারতীয় ক্রিকেট দলের ওয়ান ডে ফর্ম্য়াটের পরবর্তী অধিনায়ক। টেস্টে এই মুহূর্তে জাতীয় দলের অধিনায়ক গিল। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে গিল জাতীয় দলের সহ অধিনায়ক। রোহিত এই মুহূর্তে ওয়ান ডে ফর্ম্য়াটের অধিনায়ক। এখন ওর বয়স ৩৮। আমি জানি ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের পর রোহিত সরে দাঁড়াবে। আর তখন গিলই জাতীয় দলের ওয়ান ডে ফর্ম্য়াটে যোগ্য নেতা হতে পারে।''

২০২৪ সালে শ্রীলঙ্কা সফরের পর আর শুভমন গিলকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলে দেখাই যায়নি। এর মাঝে টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটে দুর্দান্ত পারফর্ম করেছেন ডানহাতি এই তরুণ ব্যাটার। প্রায় এক বছরেরও বেশি সময় পরে দলে ফিরেই সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন শুভমন। তবে দলে নেই যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার। মহম্মদ সিরাজকেও এশিয়া কাপের দলে রাখা হয়নি। তবে সেটা সম্ভবত তাঁর ওয়ার্কলোডের কথা মাথায় রেখে। এশিয়া কাপে ভারতের পেস অ্য়াটাকে দেখা যাবে জসপ্রীত বুমরাঅর্শদীপ সিংহকে। এছাড়া আছন হর্ষিত রানাও।

সূর্যকুমারের ডেপুটি হিসেবে গিলকে বেছে নেওয়ার কারণও সাংবাদিক বৈঠকে জানিয়েছেন অজিত আগরকর। ইংল্যান্ডে গিলের পারফরম্যান্স প্রভাব ফেলেছে বলে মেনে নিচ্ছেন নির্বাচক প্রধান। তিনি বলেন, 'গিলের মধ্যে আমরা একজন নেতার সমস্ত গুণ দেখতে পাই। ইংল্যান্ডে তো ও সমস্ত প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। এটা আমাদের জন্য দারুণ সংকেত।'   

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। কুড়ির ফর্ম্য়াটে হবে এবারের এশিয়া কাপ। ১০ তারিখ নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।