নয়াদিল্লি: ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি মহম্মদ শামিকে (Mohammed Shami)। তাঁর ফিটনেস নিয়ে না না জল্পনা শোনা গিয়েছে। অ্যাডিলেডে পরাজয়ের পর বর্তমানে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) সমতায় দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে দলে আরও বেশি করে তারকা বোলার শামির প্রত্যাবর্তনের ডাক দিচ্ছেন ভারতীয় সমর্থকরা। তবে তাঁর ফিটনেস নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। আর এই ফিটনেস নিয়ে মন্তব্যের জন্যই নাকি শামি অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন।


জাতীয় দলে না ফিরলেও, বাংলার হয়ে চুটিয়ে খেলেছেন মহম্মদ শামি। সৈয়দ মুস্তাক আলিতে ব্যাট, বলে প্রভাবও ফেলছেন। রঞ্জি ট্রফিতে লাল বলের ক্রিকেটও খেলেছেন তিনি। তবে বর্ডার-গাওস্কর ট্রফিতে প্রবল জল্পনার মাঝে রোহিতকে শামির ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে, রোহিত তাঁকে স্বাগত জানান বটে, তবে শামির হালকা চোট লেগেছে বলেও দাবি। 


দিনকয়েক আগেও এমনই এক মন্তব্য করেছিলেন রোহিত। নিউজ়িল্যান্ড সিরিজ় চলাকালীনও অস্ট্রেলিয়ার জন্য দল ঘোষণার আগে রোহিত শামির ফিটনেস নিয়ে মন্তব্য করেছিলেন। রোহিত জানিয়েছিলেন শামির আবার চোট লেগেছে এবং সেই কারণে তিনি শামির বিষয়ে নিশ্চিত নন। আধা ফিট শামিকে অজ়িভূমে খেলাতে চান না বলেই পূর্বাভাস দিয়েছিলেন রোহিত। তবে শামির মন্তব্য রোহিতের থেকে সম্পূর্ণই ভিন্ন ছিল। রোহিতের এহেন দাবির আগেই শামি মিডিয়ার রিপোর্ট পুরোপুরি নস্যাৎ করে জানিয়েছিলেন তিনি ফিট। তার পর পরই দলের অধিনায়কের এই মন্তব্যে নাকি শামি রুষ্ট হন। তাঁর ও রোহিতের মধ্যে হালকা কথা কাটাকাটি হয়। 


ঘটনাটি গত মাসে ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের সময়কার। সেই সময় বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস ফিরে পেতে কাজ করেছিলেন শামি। কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টও আবার বেঙ্গালুরুতেই ছিল। সেইসময় শামিকে ভারতীয় নেটেও দেখা গিয়েছিল। কিন্তু হঠাৎ তাঁর ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন তোলায় রোহিতের সঙ্গে শামির কথাবার্তা হয় এবং বেশ উত্তপ্ত আলোচনা হয় বলেও খবর।


এক সূত্র দাবি করেন, 'শামি যখন এনসিএতে ছিল তখন বেঙ্গালুুরুতে প্রথম টেস্টের সময় রোহিতের সঙ্গে দেখা করেন। রোহিতে নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজ়ে শামির উপলব্ধি নিয়ে মন্তব্যে করায়, সেই নিয়েই দুইজনের মধ্যে উত্তপ্ত বাক্য় বিনিময় হয়।' এই বিষয়ে অবশ্য দুই তারকার কেউই এখনও পর্যন্ত কিছুই বলেননি। তবে প্রশ্ন উঠছে তাহলে কি শামিকে অজ়িভূমে খেলতে দেখা যাবে না? রোহিতকে কি শামিকে দলে চান না?


শামি এখনও বিসিসিআইয়ের তরফে ফিটনেসের ছাড়পত্র পাননি। সৈয়দ মুস্তাক আলি ট্রফি শেষ হলেই তাঁর ফিটনেসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। যতদূর যা ইঙ্গিত তাতে শামির ব্রিসবেন টেস্টে খেলার সম্ভাবনা নেই। তবে শেষ দুই টেস্টে মাঠে নামলেও নামতে পারেন তিনি। তাঁর কিটব্যাগও ইতিমধ্যেই নাকি অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে। তবে আপাতত শামি যে বাংলার হয়ে মুস্তাক আলির কোয়ার্টার ফাইনালে খেলবেন, তা নিশ্চিত। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল ইতিমধ্যেই তা নিশ্চিতও করে দিয়েছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'স্যান্ডপেপার' দেখিয়ে অজ়িদের খোঁচা! জোরজবরদস্তি মাঠ থেকেই বের করে দেওয়া হল ভারতীয় সমর্থককে