নয়াদিল্লি: সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতীয় দল (Indian Cricket Team) খেতাব জিততে না পারলেও, গোটা টুর্নামেন্ট জুড়েই অনবদ্য পারফর্ম করে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার অনবদ্য পারফরম্যান্স অন্যতম বড় কারণ ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। নিজের দুরন্ত বোলিংয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হন শামি। এবার অর্জুন পুরস্কারের (Arjuna Award) জন্যও তাঁর নাম মনোনীত করা হল।


বিশ্বকাপে ভারতীয় দলের একাদশে শুরু থেকে শামি ছিলেন না। প্রথম চার ম্যাচ তো তিনি খেলার সুযোগই পাননি। তবে হার্দিকের চোটের জেরে সুযোগ পান শামি। আর সুযোগ পেয়েই বাজিমাত। নিজের প্রথম ম্যাচেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন তারকা ফাস্ট বোলার। গোটা টুর্নামেন্টে মাত্র সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট নেন তিনি। যদিও দল খেতাব জিততে পারেনি, তবে তাঁর পারফরম্যান্স সকলেরই প্রশংসা কুড়িয়ে নেয়। এই মেগা টুর্নামেন্টেই প্রথম ভারতীয় বোলার হিসাবে বিশ্বকাপে ৫০টি উইকেটের গণ্ডি পার করে ইতিহাস গড়েন শামি।


এহেন পারফরম্যান্সের পরই খবর অনুযায়ী, শামির নাম প্রাথমিকভাব তালিকায় না থাকলেও, বিসিসিআইয়ের তরফে পুরস্কারের জন্য তাঁর নাম মনোনয়ন করার জন্য বিশেষ অনুরোধ করা হয়। 


শামির প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় দলের বোলিং কোচ পারস মামব্রেও। এক সাক্ষাৎকারে ভারতীয় দলে বোলিং কোচ বলছেন যে, 'যদি আমি বলি যে কোনও কোচের অধীনে থেকে কোনও বোলার সামির মত এমন সাফল্য অর্জন করতে পারবে, তাহলে আমি মিথ্যা কথা বলছি। শামি একজন শিল্পী বোলার। ওর মতো শিল্পী তৈরি করা কোনও কোচের পক্ষে সম্ভব নয়। শামির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল ও আপরাইট সিম পজিশনে বল ক্রিজে রাখতে পারে। যে যে বোলাররা এ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে,  তারা সবাই শামির মত সাফল্য অর্জন করতে পারবে।'


মামব্রে আরও বলেন, 'শামি অসম্ভব পরিশ্রমী। নেটে  ঘন্টার পর ঘন্টা অনুশীলন করে ও। নিজেকে নিখুঁত করে তুলতে চায় ক্রমাগত।  এভাবে রিস্ট পজিশনে সঠিক রেখে আপরাইট সিমের ওপর টানা পরপর বল করে যাওয়া মুখের কথা নয়। ও সত্যি বিস্ময়।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে হৃদয়ভঙ্গের পর অবশেষে মুখ খুললেন অধিনায়ক রোহিত