বেঙ্গালুরু: রবিবাসরীয় বেঙ্গালুরু ভারতীয় দলের সমথর্কদের জন্য খুব একটা আনন্দের বার্তা বয়ে নিয়ে আসেনি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটে প্রথম টেস্ট ম্যাচে (IND vs NZ 1st Test) পরাজিত হয় ভারতীয় দল। কবে ম্যাচ শেষে এক দৃশ্য দেখে টিম ইন্ডিয়ার সমর্থকরা খুশিই হবেন। বেঙ্গালুরুতে পুরোদমে বোলিং করতে দেখা গেল মহম্মদ শামিকে (Mohammed Shami)।
গত নভেম্বরে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরেই রয়েছেন মহম্মদ শামি। তিনি নিজের চোট সারাতে অস্ত্রোপ্রচারও করিয়েছেন। সেই চোট এখনও পুরোপুরি সারিয়ে ফিট হতে পারেননি শামি। তাঁর বর্ডার-গাওস্কর ট্রফিতে অংশগ্রহণ করা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক বেঙ্গালুরু টেস্টের আগেই বলেছিলেন, 'সত্যি বলতে অস্ট্রেলিয়া সিরিজ়ে ওর খেলা নিয়ে কিছু বলা সম্ভব নয় এখনই। হাঁটুতে সোয়েলিং হওয়া থাকায় ওকে আবার নতুন করে ফিটনেস নিয়ে কাজ করা শুরু করতে হয়েছে। আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ও ডাক্তার এবং ফিজিওদের তত্ত্বাবধানে রয়েছেন। আধা ফিট, অপ্রস্তুত শামিকে আমরা অস্ট্রেলিয়া নিয়ে যাব না।'
তবে শামিকে রবিবাসরীয় বিকেলে বেঙ্গালুরুতে প্রধান পিচে বোলিং করতে দেখা গিয়েছে। টানা এক ঘণ্টা পুরোদমে বোলিং করেন শামি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের ভেন্যু বেঙ্গালুুরুতেই অবস্থিত। সেখানেই রিহ্যাব সারছেন শামি। সেই ফাঁকেই ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচ শেষে মাঝ পিচে বোলিং করলেন শামি।
ফিল্ডিং অনুশীলনেও অংশ নেন তারকা ফাস্ট বোলার। রিপোর্ট অনুযায়ী শামির অনুশীলন করার সময় ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার ও বোলিং কোচ মর্নি মর্কেলও উপস্থিত ছিলেন। শামি দুপুর ২.৩০ নাগাদ নিজের অনুশীলন শুরু করেন এবং বিকেল ৩.৫০ পর্যন্ত অনুশীলন করেন বলে খবর। তবে রবিবার প্রথম নয়, ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্ট চলাকালীন শামিকে এর আগেও ভারতীয় নেটে দেখা গিয়েছিল।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের খেলা শেষেও নেটে মহম্মদ শামিকে বল হাতে দেখা গিয়েছিল। রিপোর্ট অনুযায়ী শামির হাঁটুতে ব্যান্ডেজ লাগানো থাকলেও, তাই নিয়েই তিনি বল করেন। তিনি শুরুটা ছোট রান আপ ও ধীর গতিতে করলেও, আস্তে আস্তে রান আপ এবং গতি দুইই বাড়ে। গোটা বিষয়টাই যে টিম ইন্ডিয়া অনুরাগীদের মুখে হাসি ফোটাবে, তা বলাই বাহুল্য
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বেঙ্গালুরুতে কিউয়িদের বিরুদ্ধে পরাজয়ের পরেই ভারতীয় দলে ডাক পেলেন ওয়াশিংটন সুন্দর