নয়াদিল্লি: টেস্ট ফর্ম্য়াটে স্বপ্নের ফর্ম অব্যাহত মহম্মদ সিরাজের। এই ফর্ম্য়াটে এই মুহূর্তে চলতি বছরে সর্বাধিক উইকেটের মালিক ডানহাতি ভারতীয় পেসারই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলার সময় এই নজির গড়লন সিরাজ। তিনি টেক্কা দিলেন জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে। গত ইংল্যান্ড সিরিজে সিরাজই ছিলেন সর্বাধিক উইকেট সংগ্রাহক।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করেছে ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে। জন ক্যাম্বেল ও শাই হোপ দুজনেই শতরান হাঁকান। দ্বিতীয় ইনিংসে সিরাজ ২ উইকেট তুলে নেন। তার মধ্যে হোপকে ফেরানোর সঙ্গে সঙ্গেই এই নজির গড়েন ডানহাতি পেসার। চলতি বছরে মোট আটটি টেস্ট খেলেছেন সিরাজ। বল করেছেন ১৫৭৫টি। ৩৯ ওভার মেডেন দিয়ে ৯৯৬ রান খরচ করেছেন। আর তুলে নিয়েছেন মোট ৩৭ উইকেট। ৭০ রানের বিনিময়ে ৬ উইকেট নেওয়াটাই তাঁর সেরা স্পেল। এছাড়াও দুবার ইনিংসে চার উইকেট ও দুবার ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন সিরাজ এই বছরে।
জিম্বাবোয়ের পেসার মুজারাবানি এখনও পর্যন্ত টেস্ট ফর্ম্য়াটে চলতি বছরে ১৬৬০টি বল করেছেন। ঝুলিতে ৩৬টি উইকেট নিয়েছেন তিনি। মোট ৪৭ ওভার মেডেন দিয়েছেন তিনি। খরচ করেছেন ১০৩১ রান।
এদিকে, আমদাবাদ টেস্ট জয়ের পর দিল্লিতেই প্রথম সিরিজ জয়ের স্বাদ পেতে চলেছেন অধিনায়ক শুভমন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১২১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সোমবার, ম্যাচের চতুর্থ দিন ভারতের স্কোর ৬৩/১। মঙ্গলবার ম্যাচের পঞ্চম দিন আর ৫৮ রান করলেই কেল্লা ফতে। ওয়েস্ট ইন্ডিজ়কে ২-০ টেস্ট সিরিজ হারাবে ভারত। ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। কিন্তু ভারত শেষ দিন হাতে ৯ উইকেট নিয়েও বাকি ৫৮ রান তুলতে পারছে না, কার্যত অসম্ভব। ইংল্যান্ড সিরিজেও টেস্ট ফর্ম্য়াটে ভারতের নেতৃত্ব ছিল শুভমনের কাঁধেই। কিন্তু সেবার সিরিজ ড্র করতে হয়েছিল। ২-২ ব্যবধানে সিরিজ ড্র হয়েছিল।
প্রথম টেস্টে দুই ইনিংসেই ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ক্যারিবিয়ান ব্যাটিং দারুণ কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ান দুই ব্যাটার শাই হোপ ও জন ক্যাম্পবেল শতরান হাঁকান। তবে ম্য়াচ হয়ত শেষ পর্যন্ত ভারতই জিততে চলেছে।