দুবাই: চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরা। তবে বুমরার অনুপস্থিতিতেও একের পর এক সিরিজ জিতেছে ভারতীয় দল। সাম্প্রতিক সময়ে ভারতের এই অভাবনীয় সাফল্যের পিছনে বল হাতে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ভূমিকা অনস্বীকার্য। গত বছর থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সিরাজই সর্বাধিক উইকেট নিয়েছেন। দুরন্ত পারফরম্যান্সের সুফলও পেলেন ভারতের তারকা বোলার।


শীর্ষে সিরাজ


সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) জস হ্যাজেলউডকে সরিয়ে এক নম্বর বোলারের স্থান দখল করে নিলেন মহম্মদ সিরাজ। ২৮ বছর বয়সি ভারতীয় তারকা তিন বছর পর গত ফেব্রুয়ারিতেই ভারতের সীমিত ওভারের দলে প্রত্যাবর্তন ঘটান। তারপর থেকে ২০টি ম্যাচে ৩৭টি উইকেট নিয়েছেন সিরাজ। এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন সিরাজ।


সিরাজের দখলে বর্তমানে ৭২৯ রেটিং পয়েন্ট রয়েছে। তবে তাঁর ও দ্বিতীয় স্থানে থাক জস হ্যাজেলউডের মধ্যে রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র দুই। প্রসঙ্গত, গতকালই সিরাজ আইসিসির বর্ষসেরা ওয়ান ডে একাদশে সুযোগ পান। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছনোর সুখবর পেলেন ভারতীয় তারকা।


 






এক নম্বর ভারত


নিউজিল্য়ান্ডকে ওয়ান ডে সিরিজে হারিয়ে ক্রমতালিকায় শীর্ষে উঠে এল ভারতীয় দল। টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড শিবিরকে ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে রোহিতের দল। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই ৫০১০ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে রয়েছে রোহিতের দল। ৩৪০০ পয়েন্ট ঝুলিতে পুরে ১১৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া তালিকায় তৃতীয় ও নিউজিল্যান্ড চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ ও বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে।


বর্ষসেরা দল


আইসিসি বর্ষসেরা ওয়ান ডে (ICC Mens Odi Team 2022) একাদশে সুযোগ পেলেন ভারতের ২ তরুণ ক্রিকেটার শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজ। গত ক্যালেন্ডার বর্ষে ওয়ান ডে ফর্ম্যাটে যে যে প্লেয়াররা তাঁদের সেরা পারফরম্যান্স দিয়েছেন ব্যাটিং ও বোলিংয়ে, তাঁদের মধ্যে সেরা একাদশ বেছেছে আইসিসি। সেই তালিকাতেই রয়েছেন শ্রেয়স (Shryeah Iyer) ও সিরাজ। তালিকায় অধিনায়ক বাছা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে (Babar Azam)। গত বছর ওয়ান ডে ফর্ম্যাটে ৮৪.৮৭ গড়ে পাক অধিনায়ক মোট ৬৭৯ রান করেছেন। তালিকায় বাকিরা হলেন, ট্রাভিস হেড, শাই হোপ, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহদি হাসান মিরাজ, ট্রেন্ট বোল্ট। 


আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা টেস্ট দলে সুযোগ পেলেন কেবল এক ভারতীয়