ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে তিন ম্যাচের পর আপাতত ১-২ পিছিয়ে রয়েছে ভারতীয় দল। এর মধ্যে একগুচ্ছ টিম ইন্ডিয়া তারকার চোটের খবর সামনে আসছে। যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জেরে তাঁর চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test) খেলা নিয়েও ছিল সংশয়। তবে সেইসব জল্পনার অবসান ঘটালেন তাঁর ফাস্ট বোলিং পার্টনার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সিরাজকে বলতে শোনা যায়, 'যশপ্রীত বুমরা খেলবেন, এই বিষয়টা আপাতত নিশ্চিত। তবে দলের কম্বিনেশন তো বদলাচ্ছে। তাই ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং আক্রমণ বিভাগের বিরুদ্ধে ভাল জায়গায় বল করা এবং সেখানে ধারাবাহিকভাবে বল করে যাওয়াটা আমাদের লক্ষ্য। গত ম্যাচে ওরা কিন্তু অত্যন্ত ধৈর্য্যের সঙ্গে ব্য়াটিং করেছিল। এবার তো টেস্টের আসল মজাটা শুরু হবে। তাই আপাতত আমাদের একমাত্র পরিকল্পনা, ভাল জায়গায় বল রাখ। ওরা যাই করে নিক, নিজেদের লক্ষ্য থেকে সরলে চলবে না।'

আরেক সতীর্থ ফাস্ট বোলার আকাশ দীপের (Akash Deep) চোট নিয়েও সকলকে খানিকটা আশ্বস্ত করেন সিরাজ। 'আকাশ দীপের ডান দিকের কুঁচকিতে কিছু একটা চোট রয়েছে। ফিজিও দেখছেন বিষয়টা। ও বলও করেছে। তবে ফিজিওর থেকে তেমন কিছু জানতে পারিনি আর, সেইসময় আমিও তো অনুশীলন করছিলাম। পরবর্তীতে জানত পারব। অর্শদীপের হাতে চোট লেগেছিল। তবে অংশুল দলের সঙ্গে যোগ দিয়েছে।' জানান তারকা ফাস্ট বোলার। ভারতীয় দলের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে কিন্তু বুমরা ও আকাশ দীপ, উভয়েই উপস্থিত ছিলেন এবং বোলিংও করেন। 

সিরাজ অবশ্য ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলের কম্বিনেশন কেমন হবে, কারা খেলবেন, সেইসব বিষয়ে বাড়তি কিছু বলতে চাননি। ধোঁয়াশা অব্যাহত রেখে তাঁকে বলতে শোনা যায় দলের জন্য যেটা সেরা তিনি তাতেই খুশি। সেটাই চান। 

প্রসঙ্গত, ভারতীয় দলের একাদশ নিয়ে সংশয় থাকলেও, ইংল্যান্ড কিন্তু ইতিমধ্যেই চতুর্থ টেস্টের জন্য নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছে। লর্ডস টেস্টে ইংল্যান্ডকে জয় এনে দেওয়ার মুহূর্ত উপহার দেওয়া শোয়েব বসির চোট পেয়েছিলেন আঙুলে। এবার তাঁর পরিবর্ত হিসেবে দলে ঢোকা লিয়াম ডসন ঢুকে পড়লেন একাদশেও। একটি মাত্র বদলই চতুর্থ টেস্টের একাদশে করেছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। ২০১৭ সালের জুলাই মাসের পর এই প্রথমবার টেস্ট ক্রিকেট খেলতে চলেছেন লিয়াম ডওসন।