নয়াদিল্লি: তিনি একদা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলির (Virat Kohli) বিশ্বস্ত সৈনিক ছিলেন। ক্যাপ্টেন কোহলি তাঁর ওপর সেইসময় আস্থা দেখিয়েছেন যখন কেউ তাঁকে তেমন রেট করেননি। সেইজন্য অতীতে বিরাট কোহলিকে বারংবার কৃতজ্ঞতাও জানিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তবে আরসিবি তাঁকে গত মরশুমের মেগা নিলামের আগে ছেড়ে দেয়। তিনি বর্তমানে গুজরাত টাইটান্সের জার্সিতে আইপিএল খেলেন। তবে আরসিবি থেকে তিনি বিদায় নিলেও, এখনও কিন্তু সিরাজ আরসিবি সমর্থকদের মনে রয়েছেন।
সম্প্রতি এক জুতো কোম্পানির এক প্রমোশনাল ইভেন্টে একটি মলে হাজির হয়েছিলেন মহম্মদ সিরাজ। সেখানে তাঁকে দেখামাত্রই দর্শকদের মধ্যে থেকে 'কোহলি, কোহলি' রব উঠে। তারপরেই 'আরসিবি, আরসিবি' ধ্বনিও শোনা যায়। কোহলি এবং আরসিবির নাম শুনে একদা আরসিবির জার্সিতে আইপিএলের মঞ্চ মাতানো তারকা বোলারের মুখে তখন মুচকি হাসি। তারপরেই সিরাজকে অনুষ্ঠানে উপস্থিত সকলকে শান্ত করাতে দেখা যায়। তারকা ফাস্ট বোলারের এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রোহিত-কোহলির অবনতি!
প্রতি বছরই ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের তরফে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করা হয়। কয়েকজন ক্রিকেটারকে মূলত চারটি ক্যাটাগরিতে ভাগ করে বিসিসিআই বার্ষিক তালিকা প্রকাশ করা হয়। সেই আওতায় গত বছরও একেবারে সর্বোচ্চ তালিকায় ছিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit sharma)।
তবে বিগত এক বছরে বেশ কিছু বদল হয়েছে। রোহিত এবং বিরাট, দুই মহাতারকাই টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। এরপরেই তাঁদের সর্বোচ্চ চুক্তিতে থাকা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। পারফরম্যান্স, ধারাবাহিকতা এবং ম্যাচে অংশগ্রহণ, সব মিলিয়েই বার্ষিক চুক্তির ক্যাটাগরি তৈরি করা হয়। সেখানে রোহিত এবং বিরাট, দুই ফর্ম্যাট থেকেই অবসর নিয়েছেন। দুইজনেই কেবল ওয়ান ডে ফর্ম্যাটেই খেলেন।
এর ফলে রোহিত এবং বিরাটকে সর্বোচ্চ 'A+' থেকে 'A' ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হতে পারে বলে অনেক জায়গায় কানাঘুষো শোনা যাচ্ছে। এই ক্যাটাগরিতে ডিমোশন হলে কিন্তু তার সরাসরি প্রভাব দুই তারকার আয়ে পড়বে। ভারতীয় বোর্ড সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বার্ষিক সাত কোটি টাকা করে দেয় বলে খবর। সেখানে 'A' ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাঁচ কোটি টাকা পান। বিরাট, রোহিত এক ক্যাটাগরি নীচে নামলে, তাই তাদের বার্ষিক বেতন আগের থেকে দুই কোটি টাকা কমবে।