দুবাই: পাকিস্তানকে এক, দুই নয়, তিনবার হারিয়ে ভারতীয় দল এশিয়া সেরা হওয়ার পর দীর্ঘ সময় কেটে গিয়েছে। তবে তারপরে এখনও কিন্তু ভারতের হাতে ট্রফি আসেনি। এবার এই এশিয়া কাপ ট্রফি সংক্রান্ত সমস্যার সমাধান ঘটাতে রিপোর্ট অনুযায়ী এক বিশেষ কমিটি তৈরি করল আইসিসি (ICC)।

Continues below advertisement

ভারতীয় দল এশিয়া সেরা হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নিতে নাকচ করে। ভারতের সম্পর্কে কুকথা বলার পরেই এই সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। তারপর থেকে বারংবার নকভিকে ট্রফি ভারতকে দেওয়ার জন্য বিসিসিআই চিঠি দিলেও কাজের কাজ হয়নি। নকভি নিজের সিদ্ধান্তে অনড়। টিম ইন্ডিয়াকে এশিয়া কাপ ট্রফি তাঁর হাত থেকেই নিতে হবে এবং এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্য়মে তা তিনি তুলে দেবেন। তবে ভারত স্বাভাবিকভাবেই এই শর্তে রাজি নয়।

এই বিরোধের জেরেই দীর্ঘ সময় ট্রফি না পাওয়ার পর গোটা বিষয়টি বিসিসিআই দুবাইয়ে চলতি আইসিসির বৈঠকে তুলেছে বলে খবর। তারপরেই আইসিসি দুই পড়শি দেশের সমস্যা সমাধান করার বিষয়ে হস্তান্তরে করতে উদ্যোগী হয়েছে বলে খবর। এর জন্যই এক কমিটি তৈরি করা হয়েছে। ওমান ক্রিকেট বোর্ডের প্রধান পঙ্কজ খিমজি ভারত ও পাকিস্তান, দুই বোর্ডের সঙ্গেই বেশ ঘনিষ্ঠ বলে শোনা যায়। Telecom Asia Sport-র রিপোর্ট অনুযায়ী তাই শুক্রবারের বৈঠকের পর পঙ্কজের নেতৃত্বেই এই কমিটি গঠিত হতে চলেছে। এর আগেও পঙ্কজ এমন না না বিষয়ে মধ্যস্থতা করেছেন, তিনিই এই বিষয়েও মধ্যস্থতা করতে চলেছেন।

Continues below advertisement

শোনা যাচ্ছিল নকভির আচরণে এতটাই বীতশ্রদ্ধ ভারতীয় বোর্ড যে, তাঁর বিভিন্ন আরও একাধিক অভিযোগ এনে তা আইসিসির বৈঠকে জানাবে বিসিসিআই। Telecom Asia Sport-র রিপোর্ট অনুযায়ী বিসিসিআই ইতিমধ্যেই নকভির বিরুদ্ধে কী কী বিষয়ে অভিযোগ জানানো হবে, তার তালিকা তৈরি করে ফেলা হয়েছে। নকভি আদৌ পাবলিক এবং স্পোর্টিং অফিসের দুই ভিন্ন ভূমিকা একসঙ্গে পালন করার জন্য যোগ্য কি না, সেই বিষয়ে বিসিসিআই প্রশ্ন তুলবে। পিসিবি প্রধান হওয়ার পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও মহসিন নকভি। এছাড়াও তিনি পাকিস্তানের ইন্টেরিয়ার মন্ত্রীও বটে। একসঙ্গে এত পদের আধিকারী হয়ে মহসিন আইসিসির নিয়মলঙ্ঘন করেছেন বলে বিসিসিআইয়ের মনে করা হচ্ছে। এই বিষয়ে বিসিসিআই আবার আফগানিস্তান বোর্ডকে পাশে পেতে চলেছে খবর।