নয়াদিল্লি: বড়দিন মানেই আনন্দের দিন, পরিবারের সকলের একসঙ্গে সময় কাটার দিন। দেশ হোক বা বিদেশ, বিভিন্ন ক্ষেত্রের তারকারা নিজেদের প্রিয়জনদের সঙ্গেই এই দিনটি কাটিয়েছেন। একসঙ্গে এবারের বড়দিনের (Christmas 2024) আনন্দ উদযাপন করলেন দুই ভিন্ন ক্ষেত্রের দুই তারকা মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) ও কৃতি শ্যানন (Kriti Sanon)।


মাহি-ঘরণী সাক্ষী সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি আপলোড করেন। সেইসব ছবিগুলিতে বড়দিনে সান্তার সাজে দেখা যায় ভারতের বিশ্বজয়ী অধিনায়ককে। সাক্ষীর ছবিতে কন্যা জিভার সঙ্গে পরিবারের আরও অনেকজনকে ছবিতে দেখা যায়। কৃতি সেইসব ছবিতে ছিলেন না। তবে সোশ্যাল মিডিয়ায় কৃতি শ্যাননের পোস্ট করা ছবিতে ধোনি ও তাঁর একসঙ্গে ছবি দেখা যায়। সেই ছবিতে কৃতি শ্যাননের সঙ্গে আরও এক পুরুষের ছবি দেখা যায়। সেই ছবিটি লন্ডনবাসী কবীর বাহিয়ার (Kabir Bahia) বলেই ধরা হচ্ছে। কবীরই ধোনি ও কৃতির যোগসূত্র।


 






খবর অনুযায়ী কবীরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন কৃতি। এই কবীর আবার ধোনির আত্মীয়ও বটে। লন্ডনের এক সুপ্রতিষ্ঠিত ও ধনী পরিবারের সন্তান কবীর বাহিয়া। কবীরের বাবা কুলজিন্দর বাহিয়া একটি বিখ্যাত ট্র্যাভেল এজেন্সির মালিক, যার নাম 'সাউথহল ট্র্যাভেল'। সূত্রের খবর, এই পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৪০০ মিলিয়নেরও অধিক। ২৫ বছর বয়সী কবীর তাঁর পড়াশোনাও শেষ করেছেন লন্ডনেই। এখন তিনি ব্যবসায় মন দিয়েছেন। তবে তাঁর ক্রিকেটেও আগ্রহ প্রবল। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টই এই বক্তব্যের সপক্ষে যুক্তি দেবে।


সূত্রের খবর, কবীর বাহিয়া ভারতীয় ক্রিকেট দলের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষীর খুবই কাছের মানুষ। কারণ তাঁদের প্রায়ই একসঙ্গে পার্টি করতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন একসঙ্গে কবীর। বড়দিনে কৃতি ও কবীরের এই মিষ্টিমধুর ছবি তাঁদের সম্পর্কে কার্যত সিলমোহর দিয়ে দিল। 







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।







আরও পড়ুন: কনস্টাসদের ব্যাটিং দৌরাত্ম্যের দিনে ভারতের আশার আলো বুমরা, দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬