নয়াদিল্লি: মাঠে তিনি অবলীলায় বল আকাশে উড়াতেন। হেলিকপ্টার স্রষ্টা হিসাবেও তাঁর সুখ্যাতি রয়েছে। তিনি কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। এবার তাঁর মুকুটে যুক্ত হল নয়া পালক। তিনি সরকারিভাবে পাইলটের লাইসেন্স পেলেন।

Continues below advertisement

সদ্য সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিংহ ধোনি একটি পোস্ট করেছেন। সেখানে মাহি ড্রোন পাইলট লাইসেন্সপ্রাপক হওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করেন। দেশের সর্বোচ্চ ড্রোন প্রস্তুতকারক সংস্থাগুলির অন্যতম Garuda Aerospace-র তরফে জানানো হয় তাঁদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ধোনি চেন্নাইয়ে কোম্পানির DGCA স্বীকৃত রিমোট পাইলট অনুশীলন সংস্থায় ড্রোন পাইলট হিসাবে নিজের ট্রেনিং সফলভাবে সম্পন্ন করেছেন। ধোনি নিজেও এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। 

 

Continues below advertisement

দ্রুত গতির গাড়ি হোক বা ভিন্টেজ বাইক, ক্রিকেটের বাইরে ধোনির আরও অনেক কিছুতেই রুচি রয়েছে। এর মধ্যে টেকনোলজি বা প্রযুক্তি অন্যতম। সেক্ষেত্রে তাঁর এই প্রশিক্ষণ নিয়ে লাইসেন্সপ্রাপ্ত ড্রোন পাইলট হওয়াটা খুব একটা বিস্ময়কর নয় বলে দাবি করাই যায়। 

ভারত-পাক ম্যাচ বয়কট প্রসঙ্গে বিসিসিআই আধিকারিক

এশিয়া কাপে যেমন তিন ম্যাচেই ভারত জয় পেয়েছিল, তেমনই মহিলাদের বিশ্বকাপেও ফাতিমা সানাদের হারিয়ে ওয়ান ডে পাক মহিলা দলের বিরুদ্ধে ভারতীয় মহিলা দল নিজেদের ১০০ শতাংশ জয়ের রেকর্ড অব্যাহত রেখেছে। 

তবে ২২ গজের লড়াইয়ে ফলাফল যেমনই হোক না কেন, দুই দেশের মধ্যেকার ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা এই ম্যাচকে অনন্য করে তোলে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এশিয়া কাপের আগে বারংবার ভারত ও পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দেওয়া হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক, অরাজনৈতিক প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ হয়েছিল। সেইসব উপেক্ষা করে ম্যাচ অবশ্য হয়েছিল। এবার এই বয়কটের ডাক নিয়ে মুখে খুললেন বিসিসিআই আধিকারিক।  

নাম না জানিয়ে ওই বিসিসিআই আধিকারিক এক সাক্ষাৎকারে দাবি করেন কোনও দলই যদি কোনও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় তাহলে স্পনসদের টেনে আনাটা বেশ কষ্টকর হবে। তিনি বলেন, 'এইসব বিষয়ে চর্চা করা, কথাবার্তা বলাটা তো খুব সহজ। তবে স্পনসর, ব্রডকাস্টাররা কী এই বিষয়টা মেনে নেবে? বর্তমান যুগে শুধু ভারত নয়, যে কোনও বড় দল যদি কোনও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে স্পনসর জোগাড় করাটা সত্যিই খুব কষ্টকর হয়ে যায়।'