নয়াদিল্লি: শনিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali T20) গুজরাত বনাম হিমাচল প্রদেশের মধ্যে রুদ্ধশ্বাস লড়াই হল। রোমাঞ্চকর ম্যাচে গুজরাত ১ উইকেটে জিতেছে। ম্যাচের উত্তেজনা এতটাই ছিল যে, গুজরাত ১৯৪ রানের লক্ষ্য শেষ বলে হাসিল করে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ঊর্বিল পটেলের (Urvil Patel) বিধ্বংসী ইনিংস গুজরাতের জয়ে বড় ভূমিকা নেন। তিনিই দলের সর্বোচ্চ রান স্কোরার। বিধ্বংসী ইনিংস খেলে হইচই ফেলে দিয়েছেন তিনি।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক শর্মা, আয়ুষ মাত্রেও ভাল পারফর্ম করছেন। তাঁরাও বিধ্বংসী ব্যাটিং করছেন। সিএসকে তারকা ঊর্বিল পটেলও পিছিয়ে নেই, যিনি টুর্নামেন্টে গুজরাতের হয়ে খেলছেন। তিনি হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৩৯ রানের বিস্ফোরক ইনিংস খেললেন।
ঊর্বিল পটেলের বিধ্বংসী ইনিংস
ঊর্বিল পটেল গুজরাত দলের অধিনায়ক। ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে উইকেটকিপার ব্যাটার ঊর্বিলের সঙ্গে ঋষি পটেল ওপেনিংয়ে নামেন, কিন্তু তিনি ১৮ রান করে আউট হয়ে যান। ঊর্বিল মাত্র ১১ বলে ৩৫০-এর বেশি স্ট্রাইক রেট রেখে ৩৯ রান করেন। এই বিস্ফোরক ইনিংসে তিনি ৫টি ছয় এবং ২টি চার মারেন। এই ইনিংস দলের রান তোলার গতিকে ফিফথ গিয়ারে বেঁধে দিয়েছিল। যা গুজরাতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ঊর্বিল পটেল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তিনি এখনও পর্যন্ত ১৮টি ছক্কা মেরেছেন। ঊর্বিল টুর্নামেন্টে খেলা ৬টি ম্যাচে মোট ১৯৫ রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে।
ঊর্বিল পটেলের আইপিএল রেকর্ড
ঊর্বিল পটেল চেন্নাই সুপার কিংসের জার্সিতে গত আইপিএলে অভিষেক ঘটান। তবে প্রথম আইপিএলে তিনি সিএসকের হয়ে মাত্র ৩টি ম্যাচ খেলেছিলেন, যেখানে তাঁর মোট রান ছিল ৬৮। ঊর্বিল পটেলকে ৩০ লক্ষ টাকা দামে কিনেছিল সিএসকে। তিনি পরিবর্ত ক্রিকেটার হিসাবে মহেন্দ্র সিংহ ধোনিদের দলে যোগ দেন। তবে তাঁকে ছেড়ে দেয়নি সিএসকে। আইপিএল ২০২৬ নিলামের আগে সিএসকে তাঁকে রিটেন করেছে।
গুজরাত শেষ বলে ম্যাচ জিতল
শনিবারের ম্যাচে হিমাচল প্রদেশ প্রথমে ব্যাট করে ১৯৩ রান করে। অধিনায়ক মৃদুল প্রবীণ সুরোচ ৪৮ বলে ৮৮ রানের ইনিংস খেলেন। তিনি ৩টি উইকেটও নেন, কিন্তু ৪ ওভারে ১১.২৫ ইকোনমি রেটে ৪৫ রানও খরচ করেন। ঊর্বিল পটেলের পাশাপাশি গুজরাতের হয়ে আর্য দেশাই (৩৭), সৌরভ চৌহান (৩৫) ঝোড়ো ইনিংস খেলেন। হর্ষল পটেল ৮ বলে অপরাজিত ১২ রান করে দলের জয়ে অবদান রাখেন।