বেনোনি: চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup 2024) স্বপ্নের ফর্মে রয়েছে ভারতীয় দল। টানা পাঁচ ম্যাচ জিতে যুব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতের ছোটরা। আজ আয়োজক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে নামবে উদয় শরণের নেতৃত্বাধীন ভারতীয় দল। টুর্নামেন্ট ব্যাট হাতে আগুন ফর্মে রয়েছে মুশির খান (Musheer Khan)। সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে দাদা সরফরাজ খানের (Sarfaraz Khan) দেওয়া পরামর্শ মাথায় রেখেই মাঠে নামছেন মুশির।
টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৩৩৪ রান করেছেন মুশির। শিখর ধবনের পর প্রথম ভারতীয় হিসাবে যুব বিশ্বকাপে একাধিক শতরান হাঁকানোর কৃতিত্বও গড়েছেন তিনি। তবে ব্যক্তিগত সাফল্য নয়, টুর্নামেন্ট জয়ই সরফরাজের লক্ষ্য। খেতাব জিততে না পারলে তিনি সন্তুষ্ট হতে পারবেন না বলেই দাবি ডান হাতি টপ অর্ডার ব্যাটার।
আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে মুশির বলেন, 'আমি নিজের পারফরম্যান্সে খুশি কিন্তু বিশ্বকাপ জয়ের আগে পর্যন্ত সন্তুষ্ট হতে পারছি না। আর টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়া বা এই জাতীয় বিষয় নিয়ে আমি বেশি ভাবতে চাই না। টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের একমাত্র লক্ষ্য ছিল টুর্নামেন্ট জয় এবং সেই দিকেই আমাদের নজর রয়েছে। আমি দলের হয়ে দলের সাফল্যে নিজের অবদান রাখতে চাই।'
তিনি আরও যোগ করেন, 'ও (সরফরাজ) আমায় বিশ্বকাপ শুরুর আগেই বলে যে দেশের প্রতিনিধিত্ব করার থেকে অধিক গর্বের কিছু হতে পারে না। আমায় খেলাটা উপভোগ করার পরামর্শ দেয়। বলে ব্যাট হোক বা বল, যখনই, যে পরিস্থিতিতেই সুযোগ পাই না কেন, সবসময় ম্যাচ জেতানোয় যেন আমার লক্ষ্য হয়। আমায় বলে যে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করব আমি, তাই চেষ্টায় যেন বিন্দুমাত্র খামতি না থাকে।'
মুশির জানান তাঁর দাদা যখন জাতীয় দলের দোরগোড়ায় কড়া নাড়ছিলেন, তখনও কিন্তু বাকি কোনওদিকে না তাকিয়ে কোনওকিছু না ভেবে সে সবসময় নিজের ব্যাটিংয়ের মাধ্যমে দলকে জেতানোর লক্ষ্যে মাঠে নামত। নির্দিষ্ট পদ্ধতি মেনে এগিয়ে চলা এবং রান করাটাই তাঁর একমাত্র লক্ষ্য ছিল। মুশিরও দাদার মতো ফলাফল নিয়ে বেশি মাথায় না ঘামিয়ে এক নির্দিষ্ট পদ্ধতি মেনে নিজের খেলা চালিয়ে যেতে আগ্রহী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: হাসপাতাল থেকে সোজা মাঠে, ইংল্যান্ড সমর্থকের কর্মকাণ্ডে মুগ্ধ স্টোকস, জানালেন কৃতজ্ঞতা