চট্টগ্রাম: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (Bangladesh Premier League) সোমবার, ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হওয়ার কথা। তার আগেই বড় ধাক্কা। কুমিল্লার অনুশীলনে মাথায় আঘাত পেলেন দলের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান (Mustrafizur Rahman)। ২৮ বছর বয়সি তারকা ক্রিকেটারের মাথার বাঁ-দিকে বলের আঘাত লাগে। সেই আঘাতের জেরে মুস্তাফিজুরের মাথায় ক্ষতের সৃষ্টি হয় বলেও জানানো হয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও জাহিদুল ইসলামই জানান যে বল লাগার পর মুস্তাফিজুরের মাথার বাঁ-দিক কেঁটে গিয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনিই। জাহিদুল বলেন, 'অনুশীলনের সময় একটি বল সোজাসুজি এসে মুস্তাফিজুরের মাথার বাঁ-দিকে লাগে। ওর মাথার এক জায়গায় ক্ষতের সৃষ্টি হয়। আমরা কম্প্রেশন ব্য়ান্ডেজ দিয়ে কোনওক্রমে রক্তক্ষরণ বন্ধ করি এবং তড়িঘড়ি ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'
তবে সিটি স্ক্যানের পর জানা গিয়েছে যে মুস্তাফিজুরের ক্ষতটা শুধু বহিরাগতই। 'সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে ওর কেবল মাথার বাইরেই চোট লেগেছে। ভিতরের দিকে কোনওরকম রক্তক্ষরণ হচ্ছে না। আপাতত ওর ক্ষতে ব্যান্ডেজ করা হয়েছে। আমরা ওকে যখন হাসপাতালে নিয়েও যাচ্ছিলাম, তখনও ওকে দেখে কিন্তু সুস্খই লাগছিল।' জানান জাহিদুল। মুস্তাফিজুরের দল কুমিল্লা আপাতত টুর্নামেন্টে নয়টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট জিতে নিয়েছে। লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তারা।
ইডেনে কেকেআর প্রস্তুতি
আইপিএলের (IPL 2024) দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। লোকসভা নির্বাচনের (Loksabha Poll) সূচির জন্য অপেক্ষা করা হচ্ছে। মোটামুটিভাবে ঠিক হয়ে আছে, ২২ বা ২৩ মার্চ শুরু হবে এবারের আইপিএল। তবে সূচি চূড়ান্ত না হলেও, আইপিএলের দামামা বেজে গেল। চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিচ্ছে শাহরুখ খান-জুহি চাওলার (Shah Rukh Khan and Juhi Chawla) কলকাতা নাইট রাইডার্স। আর সেটা মুম্বই বা অন্য কোথাও নয়, নাইটদের ডেরায়। ইডেন গার্ডেন্সে (Eden Gardens)।
সব কিছু ঠিকঠাক চললে ১৫ মার্চ ক্রিকেটের নন্দনকাননে প্রস্তুতিতে নেমে পড়ছেন নাইটরা। যে শিবিরকে ট্রফি অভিযানে নামার আগে চূড়ান্ত মহড়া হিসাবে দেখছে কেকেআর শিবির। এবং যে শিবিরকে ভীষণ গুরুত্ব দিচ্ছেন স্বয়ং গৌতম গম্ভীর (Gautam Gambhir)। যাঁর নেতৃত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ২০১৪ সালে শেষ যেবার আইপিএল ট্রফি জিতেছিল কেকেআর, সেবারও গম্ভীরই ছিলেন অধিনায়ক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রাজকোটে যশস্বীর যশে ছারখার ইংল্যান্ড, ভাঙল বিশ্বরেকর্ডও