রাজকোট: নিজের ঘরের মাঠে প্রত্যাবর্তন ম্যাচেই রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) প্রমাণ করে দিলেন কেন তিনি বর্তমান বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার। ব্যাট হাতে শতরান করার পাশাপাশি বল হাতে মোট সাত উইকেট নিলেন জাডেজা। রাজকোটে তৃতীয় টেস্টে (IND vs ENG 3rd Test) ৪৩৪ রানের বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে দুরমুশ করে পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-১ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
তবে রাজকোটের জয়ে কেবলমাত্র জাডেজা শো নয়। ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনে ৩৩ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে ভারতের ঘুরে দাঁড়িয়ে এত বড় জয়ের পিছনে রয়েছে একাধিক কারিগর। অধিনায়ক রোহিত শর্মা প্রথম ইনিংসে যেখানে ১৩১ রান করে ইংল্যান্ডের ওপর পাল্টা চাপ দেওয়া শুরু করেন। সেখানে বল হাতে মহম্মদ সিরাজের প্রথম ইনিংসে চার উইকেটও সমান গুরুত্বপূর্ণ।
দ্বিতীয় ইনিংসটা ছিল যশস্বীর জাদু। যেখানে গোটা সিরিজ় জুড়ে বাজবল নিয়ে এত চর্চা, সেখানে স্টোকসদের বিরুদ্ধেই তরুণ যশস্বী ৯০-র অধিক স্ট্রাইক রেট নিয়ে চোখধাঁধানো ২১৪ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল বিশ্বরেকর্ড ১২টি ছক্কায়। আর যার কথা না বললেই নয়, তিনি সরফরাজ খান। এই ম্যাচেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছেন সরফরাজ। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে রোদে পুড়ে, ঘাম ঝরিয়ে নিজেকে করেছেন তৈরি। টেস্ট ক্যাপ পেয়ে বাবাকে আলিঙ্গন করা এবং তাঁর বাবা নওশাদের আবেগঘন হয়ে পড়া মুহূর্তের ভিডিও হু হু করে ভাইরাল হয়েছিল।
ম্যাচের দুই ইনিংসেই পরিসংখ্যানের বিচারে সর্বকালের সেরা টেস্ট ফাস্ট বোলার অ্যান্ডারসন, ৯০ মাইল প্রতি ঘণ্টার উড ও তিন স্পিনারে সাজানো ইংল্যান্ড বোলিং আক্রমণকে শাসন করে সরফরাজ প্রমাণ করলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি। প্রথম ইনিংসে যেখানে ৬২ রানে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে ফিরতে হয়েছিল তাঁকে। দ্বিতীয় ইনিংসে সেখানে তাঁর ব্যাট থেকে এল অপরাজিত ৬৮ রানের ইনিংস। তাঁর ও যশস্বীর ১৭২ রানের পার্টনারশিপের সুবাদেই ভারতীয় দল ইংল্যান্ডকে ৫৫৭ রানের সুবিশাল টার্গেট দেয়।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে শতরানকারী বেন ডাকেট মাত্র চার রানে রান আউট হয়ে ফেরেন। ১১ রান জ্যাক ক্রলিকে ফেরান বুমরা। তারপর তো শুধুই স্পিনের ভেল্কি। রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান। ১২২ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড। এক দিন বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরল ভারত। জাডেজার পাঁচ উইকেটের পাশাপাশি কুলদীপ দুই ও অশ্বিন একটি উইকেট নেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: প্রয়াত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ও কোচ মাইক প্রোক্টর