মেলবোর্ন: নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) যত সেঞ্চুরির কাছাকাছি এগিয়ে যাচ্ছিলেন, টিভি ক্যামেরায় ম্যাচের বাইরে একটাই দৃশ্য ধরা পড়ছিল। আর সেটা হল গ্যালারিতে বসা মুত্যালা রেড্ডির মুখ (Mutalya Reddy)। নীতীশ রেড্ডির বাবা। ছেলেকে ক্রিকেটার গড়ে তোলার স্বপ্ন স্বার্থক করার জন্য যিনি নিজের কাজ ছেড়ে দিতেও দুবার ভাবেননি। মেলবোর্নের গ্যালারিতে হাজির হয়ে গিয়েছিলেন স্ত্রী ও দুই মেয়ের একজনকে নিয়ে।


হতাশ হতে হয়নি মুত্যালাকে। মাঠে বসে ছেলের রুদ্ধশ্বাস সেঞ্চুরি দেখলেন। আবেগে ভাসলেন। টিভি ক্যামেরায় দেখা গেল, নীতীশ সেঞ্চুরি করতেই মুখ ঢেকে হাউহাউ করে কাঁদছেন মুত্যালা। তাঁর বন্ধু, আত্মীয়রা তাঁকে জড়িয়ে ধরেন। আবেগের সেই মুহূর্ত দেখে নীতীশের চোখও যেন ছলছল করে উঠল।


মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন শিরোনামে রইলেন নীতীশ ও তাঁর বাবা মুত্যালা রেড্ডি। দিনের খেলা শেষ হতেই মুত্যালা হাজির হয়ে গিয়েছিলেন নীতীশের হোটেল রুমে। স্ত্রী ও মেয়েকে নিয়ে। সেখানেই ছেলেকে জড়িয়ে ধরে ফের কাঁদতে দেখা যায় মুত্যালাকে। নীতীশকে আলিঙ্গন করেন তাঁর মা ও বোনও। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই আবেগের মুহূর্ত ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।



পরে মুত্যালা বলেন, 'আমরা ভীষণ কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি। নীতীশকে অনেক কষ্ট করতে হয়েছে। প্রচুর পরিশ্রম করেছে। তবে ও আমাদের সকলকে গর্বিত করেছে। দারুণ খেলেছিস তুই।' ভারতীয় ক্রিকেটারের বোন বলেন, 'ও যা বলেছিল, সেটাই করে দেখাল। আমরা ভীষণ খুশি।' 


আরও পড়ুন: এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া অনুষ্টুপের, বিজয় হাজারে ট্রফিতে হার্দিকদের হারাল বাংলা


কেরিয়ারের চতুর্থ টেস্টে খেলতে নেমে সেঞ্চুরি করলেন নীতীশ। বক্সিং ডে টেস্টে খেলতে নেমে শুধুমাত্র মেলবোর্নেই শতরান হাঁকানো পঞ্চম ভারতীয় ব্যাটার হয়ে গেলেন তরুণ তুর্কি। বীরেন্দ্র সহবাগ প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে  সেঞ্চুরি করেছিলেন। ২০০৩ সালের বর্ডার গাওস্কর ট্রফিতে ২২৫ বলে ১৯৫ রান করেছিলেন নজফগড়ের নবাব। ২০১৪ সালে বক্সিং ডে টেস্টে ১৬৯ রান করেন বিরাট কোহলি। সেই ম্য়াচেই অজিঙ্ক রাহানেও ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন। ২০১৮ সালে চেতেশ্বর পূজারা ৩১৯ বলে ১০৬ রানের ইনিংস খেলেছিলেন। ২০২০ সালের বর্ডার গাওস্কর ট্রফিতে মেলবোর্নে ফের সেঞ্চুরি করেন অজিঙ্ক রাহানে।


আরও পড়ুন: দল থেকে বাদ পড়ে যাচ্ছিলেন! শুভমনের বদলে সুযোগ পেয়ে সেই নীতীশই গেমচেঞ্জার



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।