দুবাই: প্রবল বিতর্ক, আন্দোলন, বয়কটের ডাকের মাঝেই ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) এশিয়া কাপ (Asia Cup 2025) গ্রুপ পর্বের ম্যাচ আয়োজিত হয়েছিল। সেই ম্যাচের পর পাঁচদিন কেটে গেলেও, ম্যাচ নিয়ে চর্চা কমছে না। অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলছেই। পাকিস্তানের তরফে সেই ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে অপসারণের দাবি জানানো হয়েছিল। সেই দাবি তো মানা হয়ইনি, বরং এবার নিয়মলঙ্ঘন করায় পাকিস্তানেরই শাস্তি হতে পারে।
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছে আইসিসি। নিয়মভঙ্গের কারণে শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। আইসিসি সূত্রে খবর, ইতিমধ্য়েই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটি মেল করা হয়েছে। আইসিসি সিইও সংযোগ গুপ্তর তরফে পিসিবিকে এই মেল পাঠানো হয়েছে। কিন্তু কী বিষয়ে পিসিবির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে?
ভারত-পাকিস্তান হ্য়ান্ডশেক বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টেকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছিল পাকিস্তান। তাঁর বিরুদ্ধে গোটা বিষয়টিকে প্রশয় দিয়ে নিয়মলঙ্ঘনের অভিযোগ আনা হয়। কিন্তু আইসিসি পাইক্রফ্টকে অপসারণের সেই দাবি মানেনি। এমন পরিস্থিতিতে পাকিস্তানের তরফে বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয়। পিসিবির তরফে প্রাথমিকভাবে জানানো হয় তারা আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে খেলবে না। তবে পিসিবির তরফে যেমন কথা তেমন কাজ একেবারেই হয়নি। চেয়ারম্যান মহসিন নখবির বোর্ড সদস্যদের সঙ্গে এক বৈঠকের পর পাকিস্তান মাঠে নামে। ঘণ্টাখানেক দেরি করে শুরু হয় খেলা।
পিসিবির তরফে দাবি করা হয় পাইক্রফ্ট ওই ম্যাচে নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন এবং পিসিবির সাজঘরে দলের অধিনায়ক সলমন আলি আগা ও কোচ মাইক হেসনের সঙ্গে পাইক্রফ্টের কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। কিন্তু ম্য়াচের দিন স্টেডিয়ামের ভিতরে খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের জায়গায় শুটিং করা নিষিদ্ধ। তবে সেখানেই এই বৈঠকটি আয়োজিত হয় এবং সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যা নিয়ম বিরুদ্ধ। পিসিবিকে এমন করা থেকে বিরত থাকতে বলা হলে তারা ফের একবার ম্যাচ পরিত্যক্ত করার হুমকি দেয়।
ম্যাচ আয়োজনের স্বার্থে স্টেকহোল্ডাররা শেষমেশ সেই দাবি মেনে নেন। তবে পাইক্রফ্টের বিরুদ্ধে মন্তব্য, এই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ ও পিসিবির কার্যকলাপে চরম অসন্তুষ্ট আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ও পাইক্রফ্ট যেখানে ভুল বোঝাবুঝি মেটাতে চেয়েছিলেন, সেখানে এই গোটা বিষয়টি রেকর্ড করে পাক কর্তারা উদাহরণ তৈরির জন্য সচেষ্ট ছিলেন। কিন্তু এইসব নিয়মবিরুদ্ধে হওয়ায় পিসিবিকে মেল পাঠানো হয়েছে।এর আগে ম্যাচের দিন দেরি করে আসার কারণ জানতে চেয়ে ওইদিনই আইসিসির তরফে পিসিবিকে আরও একটি মেল করা হয়েছিল। এই দুই মেলের জবাবে পাকিস্তান কী লেখে, সেটাই দেখার বিষয় হতে চলেছে।