ওয়েলিংটন: ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর নিলেন প্রাক্তন কিউয়ি অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল (Doug bracewell)। ১৮ বছরের পেশাদার ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি তিনটি ফর্ম্য়াটেই দেশের জার্সিতে খেলেছেন। এর আগে নিউজিল্য়ান্ড অনূর্ধ্ব ১৯ দলের হয়েও খেলেছেন ব্রেসওয়েল। 

Continues below advertisement

২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত নিউজিল্য়ান্ডের জার্সিতে ২৮ টেস্ট, ২১ ওয়ান ডে ও ২০টি -টোয়েন্টি খেলেছেন। নিজের কেরিয়ারের তৃতীয় টেস্টে হোবার্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছিলেন। যেই ম্যাচে সাত রানে জিতে যায় কিউয়িরা। তবে হাড়ের ব্যথার কারণে ২২ গজ থেকে দূরে ছিলেন ব্রেসওয়েল।

নিজের বিবৃতিতে ব্রেসওয়েল জানিয়েছেন, ''এটা আমার কেরিয়ারের একটা অংশ হয়ে গিয়েছে। আমি দেশের জার্সিতে যতটা খেলতে পেরেছ, তার জন্য আমি ভাগ্যবান। খেলার সুযোগ পাওয়ার জন্য়ও ভাগ্যবান আমি। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ঘরোয়া ক্রিকেটেও খেলেছি।''

Continues below advertisement

আগামী ভারত সফরের ওয়ানডে সিরিজে মাইকেল ব্রেসওয়েল নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করতে যাচ্ছেন। এর আগে ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও একসঙ্গে খেলেছিলেন এই দুই ভাই।

কিউয়িদের ঘরোয়া ক্রিকেটে এক অনন্য নজির গড়েছেন ব্রেসওয়েল। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪ হাজার রান ও ৪০০ উইকেটের বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন ডগ ব্রেসওয়েল। নিউজিল্য়ান্ডের ঘরোয়া ক্রিকেটে এই নজির গড়েছেন এর আগে জিতেন পটেলও। ব্রেসওয়েল সেক্ষেত্রে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নজির গড়েছিলেন।

বিশ্বরেকর্ডের সামনে দীপ্তি শর্মা

মহিলা ক্রিকেটে ভারত ও শ্রীলঙ্কা দুই দলের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ১৫০ টি-টোয়েন্টি উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন দীপ্তি শর্মা। তিনি ইতিমধ্যেই ১৫১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট নিয়ে ফেলেছেন। আজ আর একটি উইকেট পেলেই মহিলাদের বিশ ওভারের ক্রিকেটে এককভাবে সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে যাবেন ভারতের তারকা অলরাউন্ডার। বর্তমানে তিনি মেগান শ্যুটের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটশিকারী। দীপ্তি এখনও পর্যন্ত ১৮.৯৪ গড়ে ১৩২ ম্যাচে ১৫১টি উইকেট নিয়েছেনআন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে দীপ্তির সংগ্রহে মোট ৩৩৩টি উইকেট রয়েছেতিনি আজকের ম্য়াচে আর তিনটি উইকেট নিতে পারলেই মহিলাদের ক্রিকেটে সর্বকালের দ্বিতীয় সফলতম উইকেটসংগ্রাহক হয়ে যাবেন। আপাতত ২৭৫ ম্যাচে ৩৩৫ উইকেট নিয়ে সেই স্থানে রয়েছেন ক্যাথরিন শিভার ব্রান্ট। তাঁকে পিছনে ফেলার সুযোগ রয়েছে দীপ্তির সামনে।