ওয়েলিংটন: টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন টিম সাউদি (Tim Southee)। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড (New Zealand Cricket)। সেই সিরিজের পরই লাল বলের ফর্ম্য়াটকে বিদায় জানাবেন অভিজ্ঞ এই পেসার। আগামী ১৫-১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে সিরিজের শেষ টেস্ট ম্য়াচ। যা আয়োজিত হবে সাউদির হোমটাউন হ্যামিল্টনের সেডন পার্কে। তাই ঘরের মাঠেই শেষ টেস্ট খেলতে নামবেন ডানহাতি এই পেসার। যদিও নিউজিল্যান্ড যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে পারে, তবে সেক্ষেত্রে লর্ডসে খেলতে দেখা যেতে পারে সাউদিকে।


দেশের জার্সিতে ১০৪ টেস্টে মোট ৩৮৫ উইকেট নিয়েছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে ডানহাতি পেসার ২২১ উইকেট নিয়েছেন ১৬১ ম্য়াচ খেলে। টি-টোয়েন্টিতে ১২৫ ম্য়াচ খেলে ১৬৪ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। উল্লেখ্য, ২০০৮ সালে ইডেন পার্ক, অকল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল টি-টোয়েন্টি ম্য়াচের মাধ্যমেই। আন্তর্জাতিক ক্রিকেটে কিউয়ি বোলারদের ইতিহাসে সর্বাধিক ৭৭০ উইকেট নিয়েছেন সাউদি। অবসরের সিদ্ধান্তের খবর জানিয়ে সাউদি বলেন, ''ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল নিউজিল্যান্ড দলের হয়ে প্রতিনিধিত্ব করব। সেই স্বপ্নই দেখতাম। ১৬ বছর ধরে জাতীয় দলের জার্সিতে খেলেছি। এটা আমার কাছে বিশাল সম্মান ও গর্বের। আমার মনে হয়েচে টেস্টে এখন আমার সরে দাঁড়ানো উচিৎ। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। টেস্ট ক্রিকেট খেলাটাই আমার কাছে প্রথম প্রাধান্য ছিল সবসময়। যাঁদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলাম, তাঁদের বিরুদ্ধেই শেষ টেস্টে খেলব।''


 






পরিবার ও সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন সাউদি। তিনি কোচ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানিয়েছেন বিদায়বেলায়। তিনি জানিয়েছেন, ''এটা একটা অসাধারণ যাত্রা ছিল। দারুণ একটা অভিজ্ঞতার সাক্ষী থাকলাম।''


এখনও ওয়ান ডে ফর্ম্য়াটে খেলেন সাউদি। তবে এই ফর্ম্যাটেও ডিসেম্বরের পর আর না খেলার ইঙ্গিত দিয়েছন তিনি। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর আর হয়ত ৫০ ওভারের ফর্ম্য়াটেও দেখা যাবে না ডানহাতি পেসারকে। 


আরও পড়ুন: ক্রিকেটে অনুপ্রেরণা পন্থ, নিজের দেশেই ট্রোল হয়েছেন প্রাক্তনদের, কে এই সঈম আয়ুব?