কলম্বো: শ্রীলঙ্কার ক্রিকেটে (Sri Lanka Cricket) ফের ডোপ কেলেঙ্কারি। আজীবনের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হলেন নিরোশান ডিকেওয়েলা। লঙ্কা প্রিমিয়ার লিগের সময় ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন ডিকেওয়েলা (Niroshan Dickwella)। ডোপ টেস্টে (Dope Test) ব্যর্থ হন তিনি। নিরোশানের বিরুদ্ধে বিরুদ্ধে এই মুহূর্তে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটের সব ফর্ম্য়াট থেকে নির্বাসিত করা হল ডিকওয়েলাকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ''শ্রীলঙ্কার ক্রিকেটার নিরোশান ডিকেওয়েলার নির্বাসন এরমধ্যেই কার্যকর করা হয়ে গিয়েছে। পরবর্তী নোটিশ আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। খেলাধূলোর প্রতি স্বচ্ছতা বজায় রাখাই একমাত্র উদ্দেশ্য। আর সেই জন্যই শ্রীলঙ্কার ডোপিং বিরোধী সংস্থা ২০২৪ সালের লঙ্কা প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের ডোপ টেস্ট করেছিল। আন্তর্জাতিক ডোপিং বিরোধী সংস্থার নির্দেশিকা সম্পূর্ণভাবে মেনে চলে হয়েছে। ক্রিকেটে যাতে কোনও নিষিদ্ধ ড্রাগের প্রভাব না থাকে, তাই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রক এই ডোপ টেস্ট আয়োজন করে। আর সেখানেই ধরা পড়েছেন ডিকেওয়েলা।''


দেশের জার্সিতে ৫৪টি টেস্ট খেলেছেন। ওয়ান ডে ক্রিকেটে খেলেছেন ৫২টি ম্য়াচ। উল্লেখ্য, এই বছর লঙ্কা প্রিমিয়ার লিগে গল মার্ভেলসের হয়ে খেলতে নেমেছিলেন নিরোশান। এমনকী এই দলের অধিনায়কও ছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও দেশের জার্সিতে প্রায় বছর খানেকের ওপরে খেলার সুযোগ পান না আর ডিকেওয়েলা। ২০২৩ সালে মার্চ মাসে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছেন। গত বছর ওয়ান ডে বিশ্বকাপ ও এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার সুযোগ পাননি ডিকেওয়েলা। 


দেশের জার্সিতে টেস্টে এখনও পর্যন্ত ৩১ এর কাছাকাছি গড়ে ২৭৫৭ রান করেছেন নিরোশান। কোনও সেঞ্চুরি হাঁকাতে পারেননি। তবে ২২টি অর্ধশতরান রয়েছে। ক্যাচ ধরেছেন ১৩৪টি এবং স্টাম্প-আউট করেছেন ২৭টি। ওয়ান ডে ফর্ম্য়াটে ১৬০৪ রান করেচেন। এই ফর্ম্য়াটে অবশ্য দুটো শতরান রয়েছে। সঙ্গে ৯টি অর্ধশতরান রয়েছেন এই ব্যাটারের। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ২৮ ম্য়াচ খেলে মোট ৪৮০ রান করেছেন। 


উল্লেখ্য, এর আগেও বিতর্কে জড়িয়েছেন ডিকেওলেয়া। করোনার সময় বায়ো বাবল ভেঙেছিলেন। কোভিডের সময় সতীর্থদের সঙ্গে বায়োবাবল ভেঙে বেরিয়ে গিয়েছিলেন তিনি। 


আরও পড়ুন: ''লক্ষ্মী নয়, এবার কালী হওয়ার সময় এসেছে'', আর জি কর ইস্যুতে এবার মুখ খুললেন সাক্ষী মালিক