চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগেই ভারতীয় শিবিরে চোট আতঙ্ক। সাইড স্ট্রেনের চোটের জন্য ছিটকে গিয়েছেন নীতীশ রেড্ডি (Nitish Reddy)। অন্যদিকে কোমরে চোট, তাই দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে না রিঙ্কু সিংহকেও (Rinku Singh)। দুজনেরই পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিসিআই। দ্রুত তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন। নীতীশ রেড্ডির পরিবর্ত হিসেবে দলে ডাক দেওয়া হয়েছে শিবম দুবেকে। অন্য়দিকে রিঙ্কুর পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে রমনদীপ সিংহকে। 


বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে ফিল্ডিং করছিলেন যখন রিঙ্কু, তখনই তিনি কোমরে চোট অনুভব করেন। বোর্ডের চিকিৎসকরা তাঁকে দেখছেন। দ্রুত সুস্থ হয়ে উঠেছেন রিঙ্কু। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচে খেলতে পারবেন না রিঙ্কু সিংহ।'' রিঙ্কু প্রথম ম্য়াচে একাদশে ছিলেন। কিন্তু ব্য়াট হাতে নামার সুযোগ পাননি। তবে দুরন্ত একটি ক্যাচ লুফে নেন তিনি।


এদিক, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে ইংল্যান্ডের ৯ উইকেটের মধ্যে ৬টিই নিলেন স্পিনাররা। ফের বল হাতে ছন্দে বরুণ চক্রবর্তী। ৪ ওভারে ৩৮ রান দিয়ে নিলেন ২ উইকেট। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাঁর উইকেট নেওয়ার দুই ম্যাজিক ডেলিভারি নিয়ে। হ্যারি ব্রুকের ক্ষেত্রে বল চকিতে টার্ন করার পাশাপাশি লাফালও। বোল্ড হলেন ব্রুক। জেমি ওভার্টনকেও ঘূর্ণিতে ঠকিয়ে বোল্ড করলেন ঘরের মাঠে ভারতের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামা স্পিনার। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 


পাশাপাশি বল হাতে জ্বলে উঠলেন বাঁহাতি স্পিনার অক্ষর পটেল। ৪ ওভারে ৩২ রান দিয়ে নিলেন ২ উইকেট। ওয়াশিংটন সুন্দর ইডেনে খেলেননি। চেন্নাইয়ে সুযোগ পেয়েই বল হাতে নজর কাড়লেন। ১ ওভারই বল করেছেন। ৯ রান খরচ করে তুলে নিয়েছেন বেন ডাকেটের মহা গুরুত্বপূর্ণ উইকেট। রবি বিষ্ণোই কোনও উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেছেন মাত্র ২৭ রান।


এই ম্যাচের আগের দিন প্র্যাক্টিসে গোড়ালি মচকে গিয়েছিল অভিষেক শর্মার। ইডেনে ব্যাট হাতে ভারতের জয়ের নায়ক চেন্নাইয়ে খেলতে পারবেন কি না, তা নিয়েই ছিল সংশয়। অভিষেক চেন্নাইয়ে খেললেন। ১ ওভার বলও করলেন আর তুলে নিলেন জেমি স্মিথের উইকেট।