কলকাতা: ঘাড়ের ব্যথার জন্য হয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকেও হয়ত ছিটকে যেতে চলেছেন শুভমন গিল। আর তাঁর পরিবর্ত হিসেবে এবার দ্বিতীয় টেস্টের ভারতীয় দলে ঢুকে পড়তে চলেছেন নীতীশ রেড্ডি। প্রথমে ভারতীয় স্কোয়াডেই ছিলেন তরুণ এই অলরাউন্ডার। কলকাতায় প্রস্তুতিও সারছিলেন। কিন্তু আচমকাই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি যোগ দিয়েছিলেন ভারতীয় এ দলের সঙ্গে, যে দল দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে আনঅফিশিয়াল ওয়ান ডে সিরিজ খেলছে রাজকোটে।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, গিল দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলে নীতীশ ফের একবার টেস্ট স্কোয়াডে ঢুকে পড়তে পারেন। গত বছর অস্ট্রেলিয়া সফরে টেস্ট অভিষেকের পর থেকে ৯ ম্য়াচ খেলে ৩৮৬ রান করেছেন ২৬.৬৯ গড়ে। একটি সেঞ্চুরিও রয়েছে ঝুলিতে। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। এদিকে শুভমন গিলকে বিমানে না ওঠার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে গুয়াহাটিতে নামার সম্ভাবনা গিলের নেই বললেই চলে।