বেঙ্গালুরু: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) রচিন রবীন্দ্রর (Rachin Ravindra) দুরন্ত শতরান এবং কেন উইলিয়ামসনের (Kane Williamson) ৯৫ রানের অনবদ্য ইনিংসে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে ছয় উইকেটের বিনিময়ে ৪০১ রান তুলল নিউজ়িল্যান্ড (NZ vs PAK)। 


এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এই ম্যাচেই অবশেষে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ম্যাচ দলে ফেরেন। প্রথমে ব্যাট করতে নেমে দুই কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র শুরুটা দুরন্তভাবে করে। দুই ওপেনার অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। তবে ৬৮ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন হাসান আলি। শর্ট বলে ৩৫ রানে আউট হন কনওয়ে। তবে দীর্ঘদিন পরে মাঠে ফিরেই নিজের ছন্দে দেখায় উইলিয়ামসনকে। 


রবীন্দ্র ও উইলিয়ামসন দ্বিতীয় উইকেটে ১৮০ রান যোগ করেন। মাত্র ২৯ ওভারেই দুইশো রানের গণ্ডি পার করে ফেলে নিউজ়িল্যান্ড। দুই তারকা ব্যাটারই তড়তড়িয়ে শতরানের দিকে এগোচ্ছিলেন। তবে ৯৫ রানেই উইলিয়ামসনকে সাজঘরে ফিরতে হয়। তাঁকে আউট করেন ইফতিকার। অবশ্য রচিন রবীন্দ্র চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় শতরান হাতছাড়া করেননি। তিনি ১০৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। 


বিরাট পার্টনারশিপের পর দুই তারকা ব্যাটার আউট হলেও নিউজ়িল্যান্ড রান করার গতি কমায়নি। ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যান সকলেই দ্রুত গতিতে রান করতে থাকে। মিচেল ২৯ রানের ইনিংস খেলেন, চ্যাপম্যান ৩৯ রান করেন। ৪০তম ওভারে ৩০০ রান পূর্ণ করে নিউজ়িল্যান্ড। গ্লেন ফিলিপ্স অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। ৪১ রান করেন তিনি। মিচেল স্যান্টনার ২৬ রানের অপরাজিত ইনিংস করেন।


 






ইনিংসের শেষ ওভারে চারশো রানের গণ্ডি পার করে ফেলে নিউজ়িল্যান্ড। পাকিস্তানি বোলারদের মধ্যে একমাত্র মহম্মদ ওয়াসিম জুনিয়রই বল হাতে প্রভাবিত করেন। তিনি তিনটি উইকেট নেন। তারকা পাকিস্তানি বোলার শাহিন শাহ আফ্রিদি এই ম্যাচে একটিও উইকেট পাননি। ব্য়াটিং সহায়ক পিচেও এই ম্যাচ জিততে হলে যে পাকিস্তানকে অনবদ্য ব্যাটিং করতে হবে, তা বলাই বাহুল্য।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য