চেন্নাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) ছয় উইকেটে দাপুটে জয় দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। মাত্র ১৯৯ রানে অজ়িদের থামিয়ে দেওয়ার পর, তৃতীয় উইকেটে কেএল রাহুল (KL Rahul) ও বিরাট কোহলির (Virat Kohli) ১৬৫ রানের পার্টনারশিপ ভারতকে কাঙ্খিত জয় এনে দেয়। তবে দলের ফিল্ডিং পারফরম্যান্সেও কিন্তু অভিভূত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।


এশিয়া কাপ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ভারতের ফিল্ডিং, বিশেষ করে ক্যাচ মিস করার প্রবণতা টিম ইন্ডিয়ার অনুরাগীদের উদ্বেগ বাড়িয়েছিল। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেই বিভাগে উন্নতি করতে পারায় স্বাভাবিকভাবেই খুশি রোহিত। ম্যাচ শেষে তিনি বলেন, 'ম্যাচ জিততে পেরে বেশ ভাল লাগছে। আমাদের ফিল্ডিংটা আমাকে বেশ সন্তুষ্ট করেছে। ফিল্ডিং বিভাগে আমরা প্রচুর খাটাখাটনি করেছি। ম্যাচেও তার প্রভাব চোখে পড়েছে। বিশেষ করে এই রকম পরিস্থিতিতে ফিল্ডিংটা বড় চ্যালেঞ্জ হতে পারে। আমরা জানতাম এই পিচে সকলের জন্যই মদত থাকবে। সিমাররা বল রিভার্স স্যুইং করিয়েছে। স্পিনাররা ভাল জায়গায় বল রেখেছেন। সব মিলিয়ে আমরা সকলেই নিজেদের সবটা দিয়ে লড়াই করেছি।' 


মাত্র ২০০ রান তাড়া করতে নেমে একসময় দুই রানে তিন উইকেট হারিয়ে ফেলে ভারত। ম্যাচের দারুণভাবে ফেরেন অজ়িরা। তবে সেই পরিস্থিতি থেকে কোহলি ও রাহুল ভারতকে উদ্ধার করেন। চাপের মাঝে অনবদ্য ইনিংস খেলার জন্য দুই তারকাকে কুর্নিশ জানিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, 'শুরুতে সত্যি বলতে আমি চাপেই পড়ে গিয়েছিলাম। এমন রান তাড়া করতে গিয়ে শুরুটা যদি ওইভাবে করা একেবারেই কাম্য নয়। অস্ট্রেলিয়ান বোলারদের দক্ষতা তো রয়েইছে, তবে আমরা নিজেরাও বেশ কিছু খারাপ শট খেলেছি। তবে পাওয়ার প্লেতে দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করার সময় এমনটা মাঝেমধ্যে হতেও পারে। বিরাট-রাহুল যে ভাবে ক্রিজে টিকে থেকে ম্যাচ জেতানো পার্টনারশিপ গড়ে, তার জন্য ওদের কুর্নিশ।'


ম্যাচ শেষে রোহিত শর্মা চেন্নাইয়ের দর্শকদের ধন্যবাদ জানাতে ভোলেননি। ভীষণ গরমেও গ্যালারিতে বসে দলের হয়ে গলা ফাটানোয় তিনি দর্শকদের কৃতজ্ঞতা জানান।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: শতরান ফস্কালেও, অস্ট্রেলিয়া ম্যাচেই সচিনের সর্বকালীন রেকর্ড ভাঙলেন বিরাট