কলকাতা: এবার বিশ্বকাপের মঞ্চেও আছড়ে পড়ল ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধবিতর্ক (Israel-Palestine War)। বাংলাদেশ বনাম পাকিস্তান (PAK vs BAN) ম্যাচে ইজরায়েলের পতাকা উড়ানোর অভিযোগ। এর ফলে চারজনকে ময়দানের পুলিশ আটক করেছে। গেট নম্বর ছয় এবং 'ডি' ব্লকের থেকে ওই ব্যক্তিদের আটক করা হয়েছে বলে পুলিশ কর্তৃপক্ষের তরফে জানানো হয়।


পুলিশের তরফে জানানো হয় আটক করা চার ব্যক্তির একজন বালির বাসিন্দা, একজনের বাড়ি ইকবালপুরে। চার জনের মধ্যে বাকি দুইজন রাজনৈতিক দলের কর্মী। তারা ম্যাচে আসার আগেই এক প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন। সেখান থেকেই সরাসরি তারা ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন। চার জনেই ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে প্যালেস্তাইনের পতাকা নাড়ানোয় তাদেরকে পুলিশ আটক করে। এই বিষয়ে পুলিশ কোনওরকম ঝুঁকি নিতে না চাওয়ায় ওই ব্যক্তিদের তড়িঘড়ি আটক করা হয়েছে।


ম্যাচে প্রথমে রিভার্স স্যুইংয়ের ছোবল। তারপর আবদুল্লা শফিক ও ফখর জামানের ব্যাটের চাবুকে ভর করে একপেশেভাবে ওপার বাংলার দলকে ৭ উইকেটে হারাল পাকিস্তান। ১০৫ বল বাকি থাকতে। সেই সঙ্গে বিশ্বকাপে শেষ চারে যাওয়ার স্বপ্নটাও ভেসে রইল। সম্ভাবনা যতই ক্ষীণ হোক না কেন।


ম্যাচের প্রথমার্ধে পাক পেসারদের দাপট। ইডেনে প্রথম দুই ম্য়াচে কোনও আতশবাজির প্রদর্শনী নেই। সব তোলা রয়েছে ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য। তবে মঙ্গলবার ইডেনে রোশনাই ছড়ালেন পাক পেস-ত্রয়ী। বহুদিন পর রিভার্স স্যুইংয়ের দুরন্ত প্রদর্শনী দেখল ক্রিকেটবিশ্ব। তাও ওয়ান ডে ক্রিকেটে। যেখানে এখন দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহার করা হয়। তবু বিরল রিভার্স স্যুইং শিল্পকে কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে গুঁড়িয়ে দেন শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ ওয়াসিম, হ্যারিস রউফরা।


পাক পেস বোলিংয়ের গোলাগুলির সামনে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ ব্যাটিং। ২৯ বল বাকি থাকতে, ৪৫.১ ওভারে, মাত্র ২০৪ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ২১.১ ওভারে ১২৮ রান যোগ করেন। আবদুল্লা শফিক ৬৮ ও ফখর জামান ৮১ রান করেন। বাবর আজ়ম রান পাননি। তবে তাতে পাক দাপট কমেনি। সহজেই ম্য়াচ জিতে নেয় পাকিস্তান।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পডুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না নিউজ়িল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন