নয়াদিল্লি: এক বল বাকি থাকতে ২৮৪ রানেই অল আউট হয়ে গেল আফগানিস্তান দল (Afghanistan Cricket Team)। ইংল্যান্ডের (England Cricket Team) হয়ে আদিল রশিদ (Adil Rashid) সর্বাধিক তিনটি উইকেট নেন। রহমানুল্লাহ গুরবাজ় (Rahmanullah Gurbaz) ব্যাট হাতে আফগানদের হয়ে সর্বাধিক ৮০ রানের ইনিংস খেলেন। তার পাশাপাশি ইক্রাম আলিখিলও অর্ধশতরান করেন। তিনি লড়াকু ৫৮ রানের ইনিংস খেলেন।


টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে আফগানিস্তান। ইনিংসের শুরুতে ব্যাটে নেমেই দুই আফগান ওপেনার গুরবাজ় ও ইব্রাহিম জাদরান শতরানের পার্টনারশিপ গড়েন। সপ্তম ওভার অর্ধশতরানের গণ্ডি পার করে আফগানরা। দেখতে দেখতেই শতরানের পার্টনারশিপ গড়ে ফেলেন দুইজনে। ১১৪ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। প্রথম উইকেট হারানোর পরই ১৯তম ওভারে জোড়া উইকেট হারায় আফগানিস্তান। শতরান হাতছাড়া করেন গুরবাজ়। তিনি রান আউট হন। তিন রানে রহমত শাহকেও ফেরান আদিল রশিদ। ইংল্যান্ড স্পিনাররাই আফগানিস্তানের মিডল অর্ডারে ব্যাটিং ধস নামে।


আজ়মাতুল্লাহ ওমরজ়াইকে ১৯ রানে আউট করেন লিয়াম লিভিংস্টোন। ১৫২ রানে চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানরা। মহম্মদ নবি (৯) তেমন রান পাননি। তবে আফগানিস্তানের হয়ে আলিখিল লড়াইটা চালিয়ে যান। তাঁকে সঙ্গ দেন রশিদ খান। ৬২ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। রশিদ ২৩ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন। আদিল রশিদের বিরুদ্ধে বড় শট হাঁকাতে গেলেও বাউন্ডারি লাইনে দুর্দান্ত একটি ক্যাচ ধরে রশিদ খানকে সাজঘরে ফেরান জো রুট।


 






তবে রশিদ আউট হলেও আফগানিস্তানের রানের গতি কমেনি। মুজিব উর রহমান ব্যাটে নেমেই বড় বড় শট হাঁকাতে থাকেন। তিনটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। ১৬ বলে ২৮ রান করেন তিনি। আলিখিল ৫৮ রান করে আউট হন। শেষমেশ ২৮৪ রানেই শেষ হয় আফগানিস্তানের ইনিংস।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: পাক বধে শীর্ষে ভারত, ওয়ান ডে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে কােন কোন দল রয়েছে প্রথম পাঁচে?