লখনউ: পরপর দুই ম্যাচ হারের পর অবশেষে রেকর্ড বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের খাতা খুলল। শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে মেগা টুর্নামেন্টের (ODI World Cup 2023) প্রথম দুই পয়েন্ট ঘরের তুললেন প্যাট কামিন্সরা। অ্যাডাম জাম্পার দাপুটে বোলিং পারফরম্যান্সে শ্রীলঙ্কা মাত্র ২০৯ রানে অল আউট হয়ে যাওয়ায় অজ়িদের সামনে লক্ষ্যটা একেবারেই তেমন কঠিন ছিল না। ৮৮ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া (AUS vs SL)।


অজ়িদের হয়ে মিচেল মার্শ (Mitchell Marsh) ও জস ইংলিশ (Josh Inglis) অর্ধশতরান হাঁকান। ৪০ রানের পরিপক্ক ইনিংস খেলেন মার্নাস লাবুশেনও। দিলশান মধুশঙ্কা (Dilshan Madushaka) তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও, তা চেষ্টা জ্বলে যায়। শুরুতেই তিন ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় আপাতত নয় নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। 


অল্প রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুটা একেবারেই ভাল করতে পারেনি। ওপেনার ডেভিড ওয়ার্নারকে ১১ রানে সাজঘরে ফেরান মধুশঙ্কা। একই ওভারে আরেক অজ়ি তারকা স্টিভ স্মিথকেও খাতা খোলার আগেই আউট করেন তিনি। ২৪ রানে দুই উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ইনিংসের হাল ধরেন মিচেল মার্শ ও লাবুশেন। তৃতীয় উইকেটে দুইজনে ৫৭ রান যোগ করেন। মার্শ দুরন্ত অর্ধশতরান হাঁকালেও, ৫২ রানে রান আউট হয়েই তাঁর ইনিংস সমাপ্ত হয়।


 






এরপর লাবুশনকে সঙ্গ দিতে  নামেন জস ইংলিশ। দুইজনে দেখেশুনে ইনিংস এগিয়ে নিয়ে যান। মধুশঙ্কা ফের একবার বল হাতে নিয়ে সেট লাবুশেনকে ৪০ রানে ফেরান। তবে ইংলিশ ক্রিজে টিকে থাকেন। তাঁকে সঙ্গ দেন গ্লেন ম্যাক্সওয়েল। দুনিথ ওয়ালালাগে ৫৮ রানে ইংলিশের ইনিংস থামালেও, ততক্ষণে অজ়িদের জয় নিশ্চিতই হয়ে গিয়েছিল। গ্লেন ম্যাক্সওয়েল বিধ্বংসী ৩১ রানের  ইনিংস খেলে অপরাজিত থাকেন। মার্কাস স্টইনিস ২০ রানে অপরাজিত থেকে দলের জয় সুনিশ্চিত করেন। এরপর পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: অবশেষে সত্যি হল জল্পনা, ২০২৮ অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হল ক্রিকেট