কলকাতা: চলতি ক্রিকেট বিশ্বকাপ (ODI World Cup 2023) একেবারে 'বিজনেস এন্ডে' পৌঁছে গিয়েছে। মেগা টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছনোর স্বপ্ন বজায় রাখতে হলে পাকিস্তানকে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডকে (ENGvs PAK) হারাতেই হবে। ১১ নভেম্বর ইডেন গার্ডেন্সে সেই ম্যাচ। কার্যত কোয়ার্টার ফাইনালের তকমা পাওয়া সেই ম্যাচের আগে ফুরফুরে মেজাজে পাকিস্তান দল (Pakistan Cricket Team)।
মঙ্গলবার, ৭ নভেম্বর গল্ফ খেলে কেনাকাটা করে গোটা দিনটা বেশ ফুরফুরে মেজাজেই কাটালেন বাবর আজমরা। দিনের শুরুতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে গল্ফ খেলে কাটালেন। বাবরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন এবং বোলিং কোচও। বিশ্বকাপ জ্বরে কাবু তিলোত্তমা। সামনে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। এমন সুযোগ হাতছাড়া করেননি গল্ফ ক্লাবে উপস্থিত কেউই। পাক অধিনায়ককে দেখা মাত্রই অটোগ্রাফ, ফটোগ্রাফের অনুরোধ জুড়ে দেন আশেপাশের সকলে। পাকিস্তান অধিনায়ক কিন্তু তাঁদের আবদার মেটানও।
সকালে যেখানে বাবর গল্ফ খেলে সময় কাটান। সেখানে এদিনই পাকিস্তান দলের কয়েকজন তারকাকে বাইপাসের ধারে এক শপিং মলেও দেখা যায়। পাকিস্তান ক্রিকেট দলের আবদুল্লা শফিক, মহম্মদ ওয়াসিম, ওসামা মীররা যান শপিং মলে। পরিবারের জন্য শাড়িও কেনেলন তাঁরা। বিকেলেই আবার পাক দলের তারকাদের একাংশ সিনেমাও দেখেন বলে খবর।
শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে এখনও অনেকটা সময় বাকি। সেই ম্যাচের বহু আগে, ৫ নভেম্বর, রবিবার ইডেনে বিরাট বিক্রম চলাকালীনই কলকাতায় চলে এসেছিল পাকিস্তান দল। তবে এখনও মাঠমুখো হননি বাবর আজমরা। দুইদিন সম্পূর্ণ বিশ্রাম করে, আড্ডা দিয়েই সময় কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। কেবল সাঁতার কেটে ও জিমে হালকা ঘাম ঝড়িয়েই সময় কাটান তাঁরা। তবে খবর অনুযায়ী, কাল, বুধবার ইডেনে অনুশীলন করতে নামতে পারেন পাকিস্তান দলের ক্রিকেটাররা।
শাকিবের বিশ্বকাপ শেষ
শ্রীলঙ্কা ম্য়াচের পর থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি। অ্যাঞ্জেলো ম্য়াথিউজকে টাইমড আউট দেওয়া বিতর্কে সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশ অধিনায়ককে নিয়ে। এর মধ্যেই আঙুলের চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শাকিব (Shakib Al Hasan)। তাঁর বাম তর্জনীতে আঘাত লেগেছে। তাই টুর্নামেন্টে বাংলাদেশের শেষ ম্যাচে খেলতে পারবেন না শাকিব। শ্রীলঙ্কার বিরুদ্ধে গতকাল ব্যাটিং করার সময়ই চোট পান শাকিব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ওয়াংখেড়েতে ইতিহাস, প্রথম আফগান ব্যাটার হিসাবে বিশ্বকাপে শতরান ইব্রাহিমের