মুম্বই: বিশ্বকাপের মঞ্চে আফগান বিপ্লবের আভাস। আগেই ৪ ম্যাচ জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে হাসমাতউল্লাহ শাহিদির (Hashmatullah Shahidi) দল। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও নজর কাড়লেন আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)। প্রথম আফগান ব্য়াটার হিসেবে বিশ্বকাপের মঞ্চে শতরান হাঁকালেন ডানহাতি এই ব্য়াটার। অপরাজিত ১২৯ রানের ইনিংস খেললেন তিনি। ব্যাট হাতে ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেললেন রাশিদ খান।


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাসমাতউল্লাহ শাহিদি। ওপেনিংয়ে নেমেছিলেন রহমনউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। চলতি টুর্নামেন্টে গুরবাজের ব্যাট চললেও জাদরান সেই অর্থে সফল ছিলেন না। এদিনের ম্যাচে গুরবাজ অবশ্য ২১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। তবে ইব্রাহিম ছিলেন এদিন শুরু থেকেই ছন্দে। গুরবাজ ফিরে যাওয়ার পর রহমত শাহকে নিয়ে প্রথমে ও পরে শাহিদি ও রাশিদ খানকে নিয়ে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। ইব্রাহিম নিজে চলতি বিশ্বকাপে এর আগে একটি ম্যাচ বড় রান পাননি। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচ আফগানিস্তানের জন্য খবুই গুরুত্বপূর্ণ। তাই দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন ইব্রাহিম নিজে।


২১ বছর বয়সি তরুণ ব্যাটার শেষ পর্যন্ত কিন্তু ক্রিজে টিকে থাকেন। এই বিশ্বকাপে এর আগেও শতরান করার হাতছানি ছিল জ়াদরানের সামনে। পাকিস্তানের বিরুদ্ধে তিনি দুরন্ত ছন্দে ব্যাট করছিলেন। তবে সেইবার ১১৩ বলে ৮৭ রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল। হাতছাড়া হয়েছিল শতরান। তবে এবার আর সেই সুযোগ হাতছাড়া করেননি তিনি। তিনি শামিউল্লা শিনওয়ারির রেকর্ড ভাঙলেন। এদিন পর্যন্ত শিনওয়ারির ৯৬ রানের ইনিংসই বিশ্বকাপের মঞ্চে কোনও আফগান ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস ছিল। সেই রেকর্ডের মালিক এবার জ়াদরান। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডার হাঁকান জাদরান।


 






নবি এদিন মাত্র ১২ রান করে ফিরলেন। তবে লোয়ার অর্ডারে নেমে রাশিদ খান গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকান আফগান তারকা রাশিদ। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ২টো উইকেট নেন হ্যাজেলউড, ১টি করে উইকেট নেন স্টার্ক, ম্যাক্সওয়েল ও জাম্পা।