নয়াদিল্লি: গোটা টুর্নামেন্ট জুড়ে দুরন্ত পারফরম্যান্স, তা সত্ত্বেও খেতাব হাতছাড়া। বিশ্বকাপে (ODI World Cup 2023) নাগাড়ে ১০টি ম্যাচ জিতলেও রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team) ফাইনাল গিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) পরাজিত হয়েছে। সাত ওভার বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জিতে নিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হন প্যাট কামিন্স, মিচেল মার্শরা। তারপর থেকেই সমর্থকদের একাংশ অস্ট্রেলিয়ান (Australian Cricket Team) ক্রিকেটারদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন। সেইসব সমর্থকদের থামার অনুরোধ করলেন হরভজন সিংহ (Harbhajan Singh)।


প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সমর্থকদের অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং তাঁদের পরিবারের বিরুদ্ধে ক্ষোভ জাহির করা বন্ধ করার অনুরোধ করে বলেন গোটা বিষয়টা অত্যন্ত খারাপ হচ্ছে। তিনি লেখেন, 'অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পরিবারের উপর ক্ষোভ উগরে দেওয়ার ঘটনার একাধিক রিপোর্ট আসছে, যা খুবই হতাশাজনক। আমরা ভাল খেলেছিলাম বটে, তবে ফাইনালে অস্ট্রেলিয়ানরা আমাদের থেকে বেশি ভাল খেলায় আমাদের হারতে হয়েছে। এরজন্য খেলোয়াড় এবং তাদের পরিবারকে কেন ট্রোল করা হচ্ছে? সব ক্রিকেট সমর্থকদের কাছে আমার একান্ত অনুরোধ এটা বন্ধ করুন। সদ্বিবেচনা এবং আত্মমর্যাদা সবথেকে গুরুত্বপূর্ণ।'


 



 


ভারতের হারের পর অনেক অস্ট্রেলিয়ানদের পরিবারকেই ক্ষোভের মুখে পড়তে হয়, যার মধ্যে অন্যতম গ্লেন ম্যাক্সওয়েলের ভারতীয় মূলের স্ত্রী ভিনি রমন। তিনি লেখেন, 'এটা বলার প্রয়োজন হতে পারে বলে জানতাম না। তবে ভারতীয় হলেও, যে দেশে আমার জন্ম, যে দেশে বড় হয়েছি, যে দেশের হয়ে আমার আমার স্বামী তথা আমার সন্তানদের বাবা খেলেন সেই দেশকে সমর্থন করাই যায়। শান্ত হন এবং পৃথিবীতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু রয়েছে, সেইসব বিষয় নিয়ে বিক্ষোভ দেখান।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: ২০২৭ সালের বিশ্বকাপের আয়োজক দেশ কারা? কোন কোন দল খেলছে?