লখনউ: বিশ্বকাপে ছয় ম্যাচের ছয়টি জিতে প্রথম দল হিসাবে সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্যে আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারতীয় দল (IND vs ENG)। ইংল্যান্ডের দুরন্ত বোলিংয়ের বিরুদ্ধে যেখানে সিংহভাগ ভারতীয় ব্যাটার ব্যর্থ হন, সেখানে টিম ইন্ডিয়ার দুরন্ত ইনিংস খেলে নিজের দক্ষতা প্রদর্শন করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। লোয়ার অর্ডারে লড়াকু ইনিংস খেললেন সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)।
নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটর বিনিময়ে ভারতীয় দল ২২৯ রান তুলল। রোহিত শর্মা দলের হয়ে সর্বাধিক ৮৭ রানের ইনিংস খেলন। অর্ধশতরানের দোরগোড়ায়, বড় শট মারতে গিয়ে ৪৯ রানে আউট হতে হয় সূর্যকুমার যাদবকে। রান কম হলেও, লখনউয়ের চ্যালেঞ্জিং পিচে কিন্তু ইংল্যান্ডকে যে ম্যাচ জিততে হলে বেশ লড়াই করতে হবে, তা বলাই বাহুল্য।
এদিন নিজেদের মরণ-বাঁচন ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এই প্রথমবার চলতি বিশ্বকাপে রান তাড়া করার বদলে প্রথমে ব্যাট করে ভারতীয় দলকে বোর্ডে রান খাড়া করতে হত। তবে শুরুটা একেবারেই ভাল করতে পারিনি টিম ইন্ডিয়া। ক্রিস ওকসের বলে মাত্র নয় রানে সাজঘরে ফিরতে হয় শুভমন গিলকে। ডেভিড উইলি খাতা খোলার আগেই বিরাট কোহলিকে সাজঘরের রাস্তা দেখান। তাঁর শর্ট বলেই চার রানে আউট হন শ্রেয়স আইয়ারও।
৪০ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় দলের হাল ধরেন অধিনায়ক রোহিত শর্মা ও কেএল রাহুল। চতুর্থ উইকেটে শতরানের পার্টনারশিপ গড়েন দুইজনে। ৬৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন রোহিত। তবে ঠিক যখন মনে হচ্ছিল শুরুর ধাক্কা সামলে ভারতীয় দল বড় রানের দিকে এগোচ্ছে, তখনই ৩৯ রানে রাহুলকে ফেরান উইলি। রোহিত শর্মা আদিল রশিদের বলে আউট হয়ে শতরান হাতছাড়া করেন।
হার্দিকের অনুপস্থিতিতে দলে সুযোগ পাওয়া সূর্যকুমার রোহিত আউট হয়ে গেলেও লড়াই চালিয়ে যান। তবে তাঁকে রবীন্দ্র জাডেজা (৮), মহম্মদ শামি (১), কেউই সঙ্গ দিতে পারেননি। যশপ্রীত বুমরা খানিকটা সঙ্গ দেন বটে। দুইশো রানের গণ্ডিও পার করে ভারত। বল হাতে নিয়ে ফের একবার সেট সূর্যকে ফিরিয়ে ইংল্যান্ডকে সাফল্য এনে দেন উইলি। বুমরা অবশ্য শেষ পর্যন্ত টিকে থাকেন। ইনিংসের শেষ বলে ১৬ রানে রান আউট হন তিনি। এবার দেখার ভারতীয় বোলাররা দলকে সাফল্য এনে দিতে পারেন কি না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেই কোহলি, ধোনিদের বিশেষ তালিকায় সামিল হলেন রোহিত