লখনউ: চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। সবচেয়ে বড় কথা, পাওয়ার প্লে-তে যেন নতুন রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ইংল্যান্ডের বোলারদের সামনে ভারতের (Ind vs Eng) ব্যাটিং যখন শুরুতেই ধাক্কা খেল রবিবার, তিনি, রোহিত শর্মা (Rohit Sharma) ব্য়াট হাতে প্রতিরোধ গড়ে তুললেন। সেই সঙ্গে গড়ে ফেললেন এক নতুন মাইলফলক।


ভারতের (Team India) পঞ্চম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান পূর্ণ করলেন রোহিত শর্মা। রবিবার লখনউয়ের একানা স্পোর্টস সিটিতে ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়ামে ভারতীয় ইনিংসের তখন ২১ ওভারের খেলা চলছে। আদিল রশিদের বলে স্যুইপ করে বাউন্ডারি মেরেই অভিজাত ক্লাবে ঢুকে পড়লেন হিটম্যান। টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি, ক্রিকেটের তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে ১৮ হাজার রান হয়ে গেল তাঁর।


রোহিতের সামনে এবার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতের হয়ে ৪২১ আন্তর্জাতিক ম্যাচে ১৮৪৩৩ রান রয়েছে জাতীয় দলের কিংবদন্তি প্রাক্তন অধিনায়কের। তালিকায় চার নম্বরে রয়েছেন সৌরভ। তিন নম্বরে রয়েছেন রাহুল দ্রাবিড়। যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৫০৪ ম্যাচে ২৪০৬৪ রান করেছেন। ৫১৩ ম্যাচে ২৬১২১ রান করে তালিকায় দুই নম্বরে রয়েছেন বিরাট কোহলি। আর শীর্ষে আছেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে ৩৪৩৫৭ রান করেছেন। সেঞ্চুরির সেঞ্চুরি রয়েছে কিংবদন্তি সচিনের ঝুলিতে। কোহলির মোট সেঞ্চুরি ৭৮। ৪৮ সেঞ্চুরি দ্রাবিড়ের। সেঞ্চুরির সংখ্যায় অবশ্য সৌরভের চেয়ে এগিয়ে রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভের সেঞ্চুরি সংখ্যা ৩৮। রোহিতের ৪৫ সেঞ্চুরি হয়ে গিয়েছে।


আন্তর্জাতিক ক্রিকেটে মোট রান সংখ্যায় রোহিতের ঠিক পিছনে রয়েছেন ক্যাপ্টেন কুল। মহেন্দ্র সিংহ ধোনি ৫৩৫ ম্যাচে ১৭০৯২ রান করেছেন। প্রথম দশে থাকা বাকি ৪ জন হলেন বীরেন্দ্র সহবাগ (৩৬৩ ম্যাচে ১৬৮৯২ রান), মহম্মদ আজহারউদ্দিন (৪৩৩ ম্যাচে ১৫৫৯৩ রান), সুনীল গাওস্কর (২৩৩ ম্যাচে ১৩২১৪ রান) ও যুবরাজ সিংহ (৩৯৯ ম্যাচে ১১৬৮৬ রান)।                           


আরও পড়ুন: ইডেনে কমলা ঝড়, বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজিয়ে মন জিতল নেদারল্যান্ডস


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial