লখনউ: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) ছয়ে ছয় করার লক্ষ্য নিয়ে একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল (IND vs ENG)। মাত্র ২২৯ রানের পুঁজি নিয়ে মাঠে নামলেও দুরন্তভাবে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করে নিল ভারত। ১২৯ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড। মহম্মদ শামি (Mohammed Shami) তিন ও যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) তিনটি উইকেট নেন।


গত বছর জস বাটলারের ইংল্যান্ডের বিরদ্ধেই পর্যদুস্ত হতে হয়েছিল ভারতীয় দলকে। দশ উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই এ যেন মধুর প্রতিশোধ। এই ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইন আপ ব্যর্থ হলেও, ইংল্যান্ড ব্যাটারদের কার্যত দাঁড়াতেই দিলেন না শামিরা। ভারতীয় দল চলতি বিশ্বকাপে ছয়ে ছয় করে সেমিফাইনালের পথে এক পা তো বাড়িয়ে রাখলই, পাশাপাশি ছয়টির মধ্যে পাঁচটি ম্যাচ হারা ইংল্যান্ডকেও টুর্নামেন্ট থেকে ছিটকে দিল।


 






২৩০ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো শুরুটা ভালই করেছিলেন। ৩০ রানের পার্টনারশিপ গড়েন দুইজনে। তবে মালানকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন যশপ্রীত বুমরা। এর পরই একের পর এক সাফল্য পেতে থাকে ভারতীয় দল। নয় রানের ব্যবধানে মোট চার উইকেট হারায় ভারতীয় দল। বুমরার বলে শূন্য় রানে সাজঘরে ফেরেন জো রুট। মহম্মদ শামি বেন স্টোকস (০) ও জনি বেয়ারস্টোকে আউট করেন। 


গোটা টুর্নামেন্ট জুড়েই অফ ফর্মে থাকা ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের কাছে এই ম্যাচে জ্বলে উঠার বড় সুযোগ ছিল। তবে কুলদীপ যাদবের স্বপ্নের বলে ১০ রানেই বোল্ড হন বাটলার। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। লিভিংস্টোন ২৭ রানের ইনিংসে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও, তাঁকে ২৭ রানে এলবিডব্লু করেন কুলদীপই। শেষমেশ ৩৪.৫ ওভারে ১২৯ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ম্যাজিক ডেলিভারিতে বাটলারকে বোল্ড করে হই চই ফেলে দিলেন কুলদীপ, বিশ্বকাপের সেরা বল?