লখনউ: সীমিত ওভারের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে সবসময় একেবারে শীর্ষের দিকে বিরাট কোহলির (Virat Kohli) নাম আসবেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তিনি সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। ওয়ান ডে ক্রিকেটেও সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় উপরের সারিতে রয়েছেন তিনি। বিশ্বকাপেও তাঁর রেকর্ড নজরকাড়া। তবে রবিবার, ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে তাঁর দীর্ঘদিনের এক রেকর্ড ভাঙল।


চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) লখনউয়ের একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারতীয় দল (IND vs ENG)। সেই ম্যাচেই ডেভিড উইলির বলে বড় শট হাঁকাতে গিয়ে মিড অফের হাতে ধরা দেন তিনি। বেন স্টোকস ধরেন ক্যাচ। এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে (টি-টোয়েন্টি এবং ওয়ান ডে) খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হল 'কিং কোহলি'কে। এর আগে বিশ্বকাপের মঞ্চে নাগাড়ে ৫৬টি ইনিংসে অন্তত এক রান করেছেন কোহলি। তবে সেই দুরন্ত দৌড় থামল লখনউয়ের একানা স্টেডিয়ামেই।


শুধু কোহলি নন, ইংল্যান্ড দলের মহাতারকা জো রুটও এই ম্যাচে শূন্য রানেই আউট হন। যশপ্রীত বুমরার প্রথম বলে এলবিডব্লু হন তিনি। ডিআরএস চেয়েও লাভের লাভ কিছুই হয়নি। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার দুই দলেরই তিন নম্বর ব্যাটার শূন্য রানে আউট হন। এই শতাব্দীতে মাত্র দ্বিতীয় দল হিসাবে ওয়ান ডে বিশ্বকাপে ভারত প্রথম ১০ ওভারে তিনবার প্রতিপক্ষের স্টাম্প ভাঙল। এর আগে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ় বনাম জিম্বাবোয়ে ম্যাচেও একই ঘটনা ঘটেছিল।


 



 


তবে কোহলির ব্যর্থতার দিনেই জোড়া মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচেই সপ্তম ভারতীয় অধিনায়ক হিসাবে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব গড়লেন রোহিত শর্মা। ব্যাট হাতে দলের টপ অর্ডারের ব্যর্থতার দিনে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেন রোহিত শর্মা। পঞ্চম ভারতীয় হিসাবে ১৮ হাজার আন্তর্জাতিক রানের গণ্ডিও পার করেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে মাঠে ভারতীয় দল