নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ (ODI World Cup 2023) অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। অজ়িদের হারানোর পর বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া (Team India)। তারপরেই সপ্তাহান্তে, ১৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি (IND vs PAK) হবে ভারতীয় দল। সেই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। সেই ম্যাচেই নাকি ভারত নিজেদের নীল নয়, বরং পরিবর্তিত কমলা রঙের জার্সি (Indian Jersey) পরে টিম ইন্ডিয়া মাঠে নামতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। 


গতবারের বিশ্বকাপে ভারতকে পরিবর্তিত জার্সি পরে মাঠে নামতে দেখা গিয়েছিল। বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচের আগে কমলা রঙের জার্সিতে অনুশীলন সারেন বিরাট, রোহিতরা। এবার সেই রঙেরই জার্সি পরে আমদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে ভারতীয় দলকে? বিসিসিআইয়ের তরফে কিন্তু এমন রিপোর্টকে একেবারেই নাকচ করে দেওয়া হয়েছে।


বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ, আশিস শেলার কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে এই বিশ্বকাপে ভারতীয় দল কোনও পরিবর্তিত জার্সি পরবে না। টিম ইন্ডিয়াকে নিজেদের নীল জার্সি পরেই প্রতিটি ম্যাচ খেলতে দেখা যাবে মেগা টুর্নামেন্টে। আশিস এএনআইকে এক সাক্ষাৎকারে জানান, 'পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিবর্তিত জার্সি পরে মাঠে নামার সমস্ত রিপোর্ট ভুল বলেই জানাতে চাই আমি। এই রিপোর্টগুলির মধ্যে কোনও সত্যতা নেই। কেউ নিজের মনগড়া কাহিনি গড়েছে। ভারতীয় ক্রিকেট দল নিজেদের নীল জার্সি পরেই এই বিশ্বকাপ খেলবে।'


আমদাবাদের সুবিশাল স্টেডিয়ামে দুই চিরপ্রতিদন্দ্বীর লড়াইয়ে যে গ্যালারি উপচে পড়বে তা বলাই বাহুল্য। লক্ষাধিক দর্শকের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সব টিকিট অবশ্য একেবারে বিক্রির জন্য তোলা হয়নি। ধীরে ধীরে কিছু কিছু করে টিকিট ছাড়া হচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের তরফে। রবিবারই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য ১৪ হাজার টিকিট বিক্রি করার কথা বিসিসআইয়ের তরফে ঘোষণা করা হয়। বিসিসিআই নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘোষণাটি করে। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগ্রহী ক্রিকেটপ্রেমীরা ভারত-পাক ম্যাচের টিকিট কিনতে পারবেন।  


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: শতরান ফস্কালেও, অস্ট্রেলিয়া ম্যাচেই সচিনের সর্বকালীন রেকর্ড ভাঙলেন বিরাট