BAN VS AFG Live Score: ব্যাটে-বলে মিরাজের দাপট, আফগানিস্তানকে হেলায় হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু

ODI World Cup 2023, BAN VS AFG: ১৫ বার মুখোমুখি সাক্ষাতে বাংলাদেশ নয়টি এবং আফগানিস্তান ছয়টি ম্যাচে জয় পেয়েছে।

ABP Ananda Last Updated: 07 Oct 2023 04:31 PM

প্রেক্ষাপট

ধর্মশালা: বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করছে বাংলাদেশ। এশিয়া কাপে (Asia Cup 2023) একমাত্র দল হিসেবে ভারতকে হারিয়েছিল টাইগার বাহিনী। তাই আগামীকাল আফগানিস্তানের (Bangladesh vs Afganistan) বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে টিম...More

BAN VS AFG Updates: বাংলাদেশের দাপুটে জয়

নবীন উল হককে পরপর দুই বলে দুইটি চার মেরে ম্যাচ শেষ করলেন শান্ত। তিনি ৫৯ রানে অপরাজিত রইলেন। ৯২ বল বাকি থাকতেই আট উইকেটে ম্যাচ জিতে নিল বাংলাদেশ।