BAN VS AFG Live Score: ব্যাটে-বলে মিরাজের দাপট, আফগানিস্তানকে হেলায় হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু

ODI World Cup 2023, BAN VS AFG: ১৫ বার মুখোমুখি সাক্ষাতে বাংলাদেশ নয়টি এবং আফগানিস্তান ছয়টি ম্যাচে জয় পেয়েছে।

ABP Ananda Last Updated: 07 Oct 2023 04:31 PM
BAN VS AFG Updates: বাংলাদেশের দাপুটে জয়

নবীন উল হককে পরপর দুই বলে দুইটি চার মেরে ম্যাচ শেষ করলেন শান্ত। তিনি ৫৯ রানে অপরাজিত রইলেন। ৯২ বল বাকি থাকতেই আট উইকেটে ম্যাচ জিতে নিল বাংলাদেশ। 

BAN VS AFG LIVE: শান্তর অর্ধশতরান

মাত্র ১৪ রানে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। আজ়মাতুল্লাহ ওমরজাই আফগানদের চতুর্থ সাফল্য এনে দেন। তবে ম্যাচ যে আফগানদের হাত থেকে বেরিয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য। বাংলাদেশকে ম্যাচ জিততে আর মাত্র নয় রান। ৩৪ ওভার শেষে বাংলা টাইগারদের স্কোর ১৪৮/৪। অর্ধশতরানের গণ্ডি রার করলেন শান্ত।

BAN VS AFG Updates: সহজ জয়ের পথে অগ্রসর বাংলাদেশ

আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয়ের দিকে অগ্রসর বাংলাদেশ। ২৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১২৪/২। মিরাজ ৫৭ ও শান্ত ৪২ রানে ব্যাট করছেন। ম্যাচ জিততে বাংলাদেশকে আর ৩৩ রান করতে হবে। 

BAN VS AFG LIVE: অর্ধশতরানের পথে অগ্রসর মিরাজ

অর্ধশতরানের পথে অগ্রসর মেহেদি হাসান মিরাজ। ৪৪ রানে ব্যাট করছেন তিনি। ২৪ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৯১/১। ম্যাচ জিততে বাংলাদেশকে ৩০ ওভারে আর ৬৬ রান করতে হবে।

BAN VS AFG Updates: অর্ধশতরানের গণ্ডি পার করল বাংলাদেশ

১১ ওভারে অর্ধশতরানের গণ্ডি পার করল বাংলাদেশ। ১১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫১/২। মেহেদি ২৩ ও নাজমুল হোসেন শান্ত ৫ রানে ব্যাট করছেন।

BAN VS AFG LIVE: ব্যর্থ বাংলাদেশি ওপেনাররা

দুই বাংলাদেশি ওপেনারই বড় রান করতে ব্যর্থ হলেন। ফজলহক ফারুকির বলে ১৩ রানে আউট হলেন লিটন দাস, ৫ রানে রান আউট হলেন তানজিদ হাসান। ৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩২/২। 

BAN VS AFG Updates: ১৫৬ রানে অল আউ

১৫৬ রানেই অল আউট হয়ে গেল আফগানিস্তান। তিনটি করে উইকেট নিলেন মেহেদি হাসান ও শাকিব আল হাসান।

BAN VS AFG LIVE: ফের পরপর ওভারে উইকেট

আবারও পরপর ওভারে দুই উইকেট হারাল আফগানিস্তান। ১৫০ রানের গণ্ডি পার করেই আট উইকেট হারিয়ে ফেলল আফগানিস্তান। ৩৬ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১৫৬/৮। 

BAN VS AFG Updates:ব্যাটিং ধস

আফগানিস্তানের ব্যাটিং ধস অব্যাহত। এক সময়ে দুই উইকেটে ১১২ রান তুলে ফেলেছিল আফগানরা। সেখান থেকে ১৪ রানের ব্যবধানে চার উইকেট হারাল তাঁরা। পরপর ওভারে নাজিবউল্লাহ জাদরান ৫ ও মহম্মদ নবি ৬ রানে আউট হলেন। ৩০ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১২৬/৬।

BAN VS AFG LIVE: বাংলাদেশের তৃতীয় সাফল্য

পরপর দুই ধাক্কা খেল আফগানিস্তান। আফগানদের তৃতীয় ধাক্কা দিলেন মেহেদি হাসান মিরাজ। আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদিকে ১৮ রানে ফেরালেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ঠিক তার পাঁচ বল পরেই সেট গুরবাজকে ৪৭ রানে আউট করেন মুস্তাফিজুর রহমান। ২৫.২ ওভারে আফগানিস্তানের স্কোর ১১২/৪।

BAN VS AFG Updates: শাকিবের দ্বিতীয় সাফল্য

ম্যাচের দ্বিতীয় সাফল্য পেলেন শাকিব আল হাসান। ১৮ রানে আফগান রহমত শাহকে আউট করলেন শাকিব আল হাসান। ৮৩ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলল আফগানিস্তান।

BAN VS AFG LIVE: ৫০ রানের গণ্ডি পার

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে শুরুটা বেশ ভালই করেছিল আফগানিস্তান। দুই আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান, উভয়কেই ভাল ছন্দে দেখাচ্ছিল। তবে নবম ওভারে বল হাতে নিয়েই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন শাকিব। ২২ রানে আউট হলেন জাদরান। ৪৭ রানে প্রথম উইকেট পড়ল আফগানিস্তানের।

BAN VS AFG Updates: টস জিতল বাংলাদেশ

আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান।  

প্রেক্ষাপট

ধর্মশালা: বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করছে বাংলাদেশ। এশিয়া কাপে (Asia Cup 2023) একমাত্র দল হিসেবে ভারতকে হারিয়েছিল টাইগার বাহিনী। তাই আগামীকাল আফগানিস্তানের (Bangladesh vs Afganistan) বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে টিম শাকিবরা। তামিম ইকবালের (Tamim Iqbal) দলে না থাকা নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল, তা কিছুটা শিথিল হয়েছে গত কয়েকদিনে। ২টো ওয়ার্ম আপ ম্যাচে টাইগার বাহিনী বেশ ভাল পারফর্ম করেছে। শাকিব আল হাসান (Shakib Aal Hasan) নিজে ফর্মে রয়েছেন। তরুণ তানজিদ তামিম (Tanzid Tamim) দারুণ ব্য়াটিং করেছেন। 


লিটন দাসের সঙ্গে হয়ত তিনিই ওপেনিংয়ে নামবেন। আবার ব্য়াটিং অর্ডারে ওপরের দিকে নেমে রান পেয়েছেন অলরাউন্ডার মেহদি হাসান মিরাজ। প্ৰথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচটিতে তারা শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল। দ্বিতীয় ম্য়াচে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ডি এল এস মেথডে ৪ উইকেটে হেরে গিয়েছিল।


অন্যদিকে, আফগানিস্তানের তাদের প্ৰথম প্রস্তুতি ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার কথা ছিল। কিন্তু সেই ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। এরপর, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা একটি দুর্দান্ত জয় পেয়েছিল। মহম্মদ নবি ৮ ওভারে ৪৪ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছিলেন। শতরান এসেছিলেন গুরবাজের ব্যাট থেকে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.