ODI World Cup 2023 Live: ৩৩ রানে জয় অস্ট্রেলিয়ার, ফের হারে বিশ্বকাপ থেকে পাকাপাকিভাবে ছিটকে গেল ইংল্যান্ড

ODI World Cup 2023, ENG vs AUS: টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

ABP Ananda Last Updated: 04 Nov 2023 10:17 PM
ENG vs AUS Live: বিশ্বকাপ থেকে ছিটকে গেল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

৩৩ রানে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইংল্যান্ড। 

ENG vs AUS Live: আউট ওকস

আশা জাগিয়েও হল না। ৩২ রানের ইনিংস খেলে স্টোইনিসের বলে লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন ওকস।

ENG vs AUS Live: ইংল্যান্ডের অষ্টম উইকেটের পতন

ইংল্যান্ডের অষ্টম উইকেটের পতন। অজিদের হারাতে ৪০ বলে এখনও ৭১ রানের প্রয়োজন রুটদের। 

ENG vs AUS Live: ইংল্যান্ডের সপ্তম উইকেটের পতন

ইংল্যান্ডের সপ্তম উইকেটের পতন। ৪১ ওভারে ইংল্যান্ডের ১৯৮/৭।

ENG vs AUS Live: আউট স্টোকস

ইংল্যান্ডের আরও এক উইকেটের পতন। বেন স্টোকসকে জাম্পা ফিরিয়ে দিলেন।

ENG vs AUS Live: ৩০ ওভারে ইংল্যান্ডের স্কোর ১২৮/৪

৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান বোর্ডে তুলে নিয়েছে ইংল্যান্ড।

ENG vs AUS Live: আউট মালান

ইংল্য়ান্ডের তৃতীয় উইকেটের পতন। কামিন্সের বলে অর্ধশতরান হাঁকানোর পরই ক্যাচ আউট হয়ে ফিরলেন ডেভিড মালান।

ENG vs AUS Live: ইংল্য়ান্ডের স্কোর ৯২/২

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১ ওভারে ২ উইকেট হারিয়ে ৯২ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া। 

ENG vs AUS Live: আউট রুট

স্টার্কের বলে ইংলিশের হাতে ক্যাচ দিয়ে ১৩ রান করে প্য়াভিলিয়নে ফিরলেন জো রুট। ইংল্যান্ডের স্কোর ১৫ ওভারে ৫৮/২

ENG vs AUS Live: আউট বেয়ারস্টো

রান তাড়া করতে নেমে প্রথম বলেই আউট হলেন জনি বেয়ারস্টো। স্টার্কের বলে ইংলিশের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

ENG vs AUS Live: ২৮৬-তে অল আউট অস্ট্রেলিয়া

২৮৬ রানে থামল অস্ট্রেলিয়ার ইনিংস। ৩ বল বাকি থাকতেই অল আউট হয়ে গেল কামিন্সের দল।

ENG vs AUS Live: ৪৭ ওভারে অজিদের স্কোর ২৬৮/৮

ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৮ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া। ক্রিজে আছেন জাম্পা ও স্টার্ক।

ENG vs AUS Live: আউট কামিন্স

পরপর উইকেট পড়ছে অস্ট্রেলিয়ার। উডের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন কামিন্সও। অস্ট্রেলিয়ার স্কোর ২৪৭/৮

ENG vs AUS Live: আউট গ্রিন

৪৭ রান করে ক্য়ামেরন গ্রিন আউট হলেন ডেভিড উইলির বলে। 

ENG vs AUS Live: আউট লাবুশেন

৭১ রান করে মার্ক উডের বলে লেগবিফোর হয়ে ফিরলেন মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন।

ENG vs AUS Live: ৩০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৩/৪

চার উইকেট হারিয়ে ১৫০ রানের গণ্ডি পার করল অস্ট্রেলিয়া। ৩০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৩/৪। বর্তমানে লাবুশেন ৬৩ ও ক্যামেরন গ্রিন ১২ রানে ব্যাট করছেন। 

ENG vs AUS Live: শতরানের দোরগোড়ায় অজ়িরা

শুরুতেই দুই উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের হাল ধরেছেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। স্মিথ ৩৪ ও লাবুশেন ৩৩ রানে ব্যাট করছেন। ১৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯৮/২। 

ENG vs AUS Live: দুই উইকেটে ৫০ পার

১১তম ওভারে দুই উইকেটের বিনিময়ে অর্ধশতরানের গণ্ডি পার করল অস্ট্রেলিয়া। ১১ ওভার শেষে কিউয়িদের স্কোর ৫১/২। হেডের মতো অপর ওপেনার ডেভিড ওয়ার্নারকেও (১৫) আউট করেন ক্রিস ওকস।

ENG vs AUS Live: হেড আউট

ইনিংসের দ্বিতীয় ওভারেই ট্র্যাভিস হেডকে ফেরালেন ক্রিস ওকস। ১১ রানে আউট হলেন তিনি। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩২/১। ওয়ার্নার ও স্টিভ স্মিথ, উভয়েই নয় রানে ব্যাট করছেন।

ENG vs AUS Live: টস জিতল ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। 

প্রেক্ষাপট

আমদাবাদ: দুই চিরপ্রতিদ্বন্দ্বী, দুই মহাতারকা অধিনায়ক, তারকায় ভর্তি দল এবং বিশ্বকাপের (ODI World Cup 2023) 'বিজনেস এন্ড'। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার (England vs Australia) এক অবিস্মরণীয় দ্বৈরথ দেখার জন্য তৈরি ছিল। ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্স, এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ কিন্তু অনেকটাই কমিয়ে এনেছে। তবে চিরপ্রতিদন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচ কোনও সময়ই পরিবেশ, পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। তাই ম্যাচের আগে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ফর্ম ভিন্নরকমের হলেও, ম্যাচে কড়া টক্কর হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। 


ইংল্যান্ড কিন্তু অন্তত খাতায় কলমে এখনও সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায়নি। সেই আশা আরেও কয়েকটা দিন উজ্জীবিত রাখার জন্য গতবারের চ্যাম্পিয়নদের আজকের ম্যাচ জিততেই হবে। অপরদিকে, অজ়িরা ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয় দিয়ে টুর্নামেন্টের শুরুটা করে। তবে নাগাড়ে চার জয়ে প্যাট কামিন্সরা কিন্তু বিশ্বকাপের সেমিতে পৌঁছনোর দৌড়ে ভালভাবেই রয়েছে। সেই লক্ষ্যের দিকেই আরও একধাপ এগিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া।


বর্তমানে সাতটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ হার ও চারটি জয়ের সুবাদে লিগ তালিকায় চার নম্বরে রয়েছেন প্যাট কামিন্সরা। অপরদিকে, মাত্র এক ম্যাচ জিতে একেবারে তলানিতে গত বারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। এই ম্যাচে জয় শেষ চারে পৌঁছনোর দৌড়ে অস্ট্রেলিয়ার দাবি আরও জোরাল করবে। তবে ইংল্যান্ডের সেমিফাইনালে পৌঁছনোর কার্যত কোনও আশা না থাকলেও, তাঁদের বর্তমানে প্রাথমিক লক্ষ্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন।


বিশ্বকাপের মাঝপথেই হঠাৎ করে ঘোষণা করা হয় যে পয়েন্ট তালিকায় প্রথম সাতে থাকা দলগুলিই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ছাড়পত্র পাবে। সেক্ষেত্রে ইংল্যান্ডের বর্তমান যা পরিস্থিতি, তাতে জস বাটলাররা চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলতে পারবেন না। সেই কারণেই ইংল্যান্ড দল আপাতত প্রথম সাতটি দলের মধ্যেই শেষ করতে বদ্ধপরিকর। আর সেই লক্ষ্যপূরণ করতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ। উপরন্তু, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বাটলারদের লড়াইটা আত্মসম্মানেরও। তাই দুই দল যে এই ম্যাচে একচুলও জমি ছেড়ে দেবে না, সেটা বলাই বাহুল্য। ক্রিকেটপ্রেমীরা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখারই প্রত্যাশা করছেন।









 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.