ODI World Cup 2023 Live: শামি-সিরাজের আগুনে লঙ্কাকাণ্ড, ৩০২ রানের জিতে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

ODI World Cup 2023, IND Vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারত। ওয়ান ডেতে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ভারত ৯৮টি ও শ্রীলঙ্কা ৫৭টি ম্যাচ জিতেছে।

ABP Ananda Last Updated: 02 Nov 2023 09:15 PM

প্রেক্ষাপট

মুম্বই: সেমিফাইনালের টিকিট প্রায় পাকা। তাও ছন্দ হারাতে নারাজ রোহিত (Rohit Sharma) বাহিনী। আগামীকাল বিশ্বকাপে (World Cup 2023) ভারতীয় দল (Indian Cricket Team) আরও একবার মাঠে নামতে চলেছে। সামনে খাতায় কলমে...More

ODI World Cup 2023 Live: ৩০২ রানের বিশাল ব্যবধানে জয়, বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

৩০২ রানের বিশাল ব্যবধানে জয়, বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। সাত ম্যাচের সাতটিতেই জয়। ছুটছে টিম ইন্ডিয়ার জয়রথ।