ODI World Cup 2023 Live: শামি-সিরাজের আগুনে লঙ্কাকাণ্ড, ৩০২ রানের জিতে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

ODI World Cup 2023, IND Vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারত। ওয়ান ডেতে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ভারত ৯৮টি ও শ্রীলঙ্কা ৫৭টি ম্যাচ জিতেছে।

ABP Ananda Last Updated: 02 Nov 2023 09:15 PM
ODI World Cup 2023 Live: ৩০২ রানের বিশাল ব্যবধানে জয়, বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

৩০২ রানের বিশাল ব্যবধানে জয়, বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। সাত ম্যাচের সাতটিতেই জয়। ছুটছে টিম ইন্ডিয়ার জয়রথ।

IND vs SL Live Score: ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা মহম্মদ শামি

৫ উইকেট নিয়ে ম্যাচে সেরা মহম্মদ শামি। বিশ্বকাপের মঞ্চে ১৪ ম্যাচে ৪৫ উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন শামি। 

ODI World Cup 2023 Live: ৫৫ রানে শেষ শ্রীলঙ্কা

৫৫ রানে শেষ শ্রীলঙ্কা। ৩০২ রানে জিতল ভারত

IND vs SL Live Score: ক্লিন বোল্ড ম্যাথিউজ

অ্যাঞ্জেলো ম্যাথিউজকে (১২) ক্লিন বোল্ড মহম্মদ শামির। চার নম্বর উইকেট ভারতীয় পেসারের। 

IND Vs SL Live Score: আউট চামিরাও

৩ উইকেট মহম্মদ শামিরও। দুষ্মন্ত চামিরাও (০) ফিরলেন সাজঘরে।

IND vs SL Live Score: সিরাজ-শামির আগুনে বোলিং

৩ উইকেট মহম্মদ সিরাজের, জোড়া ব্যাটারকে সাজঘরে ফেরালেন মহম্মদ শামি। 

ODI World Cup 2023 Live: ধস শ্রীলঙ্কা শিবিরে, ১০ ওভারের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা

ধস শ্রীলঙ্কা শিবিরে, ১০ ওভারের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা

IND vs SL Live Score: মাত্র ৫৬ বলে ৮২ রান করলেন শ্রেয়স

গিল ও কোহলি ফেরার পর ভারতীয় ইনিংসকে রানের পাহাড়ে চড়িয়ে দিলেন শ্রেয়স আইয়ার। মুম্বইয়ের ক্রিকেটারের কাছে চোটের জন্য এক সময় বিশ্বকাপে খেলাটাই ছিল ধোঁয়াশায় ঢাকা। তবে ফিরে দুরন্ত ছন্দে। মাত্র ৫৬ বলে ৮২ রান করলেন। ৩টি চার ও ৬টি ছক্কা। কসুন রাজিথাকে ১০৬ মিটারের ছক্কা মারলেন। যা চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় ওভার বাউন্ডারি। ৫০ ওভারে ভারত তুলল ৩৫৭/৮।

ODI World Cup 2023 Live: পরপর ফিরে গেলেন রাহুল ও সূর্যকুমার

১৯ বলে ২১ রান করে ফিরলেন রাহুল। ৯ বলে ১২ রানে ফিরলেন সূর্যকুমার। ৪১.৩ ওভারের শেষে ভারতের স্কোর ২৭৬/৫।

IND Vs SL Live Score: ফিরলেন কোহলিও

ফের একবার শতরানের দোরগোড়ায় এসে শতরান হাতছাড়া করলেন বিরাট কোহলি। ৮৮ রানে তাঁকেও সাজঘরে ফেরত পাঠালেন সেই মধুশঙ্কাই। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ২২৫/৩। শ্রেয়স আইয়ার ২০ ও কেএল রাহুল ১০ রানে ব্যাট করছেন।

IND vs SL Live Score: শতরান হাতছাড়া

শুভমন গিলের শতরান হাতছাড়া। এই প্রথমবার ওয়ান ডেতে ৯০-র কোটায় আউট হলেন গিল। ৯২ রানে ফিরতে হল তাঁকে। রোহিতের মতো তাঁকেও আউট করলেন মধুশঙ্কা। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৯৩/২।  

IND Vs SL Live Score: ১৫০ রানের গণ্ডি পার

২৫ ওভার শেষে ১৫০ রানের গণ্ডি পার করে ফেলল ভারতীয় দল। ভারতের বর্তমান স্কোর ১৫১/১। শুভমন গিল ৬৫ ও বিরাট কোহলি ৭৩ রানে ব্যাট করছেন।

IND vs SL Live Score: গিলের অর্ধশতরান

চার মেরে নিজের কেরিয়ারের ১১তম অর্ধশতরান পূরণ করলেন শুভমন গিল। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ১১৯/১। 

IND Vs SL Live Score: বিরাটের অর্ধশতরান, ভারতের সেঞ্চুরি

৫০ বলে নিজের অর্ধশতরানের গণ্ডি পার করলেন বিরাট কোহলি। ১৭তম ওভারেই শতরানের গণ্ডিও পার করে ফেলল টিম ইন্ডিয়া। ১৭ ওভার শেষ ভারতের স্কোর ১০৬/১। গিলও নিজের অর্ধশতরানের দিকে এগোচ্ছেন। তিনি ৪১ রানে অপরাজিত রয়েছেন।

IND vs SL Live Score: ১৪ ওভারের শেষে ভারতের স্কোর ৮৫/১

৩৪ রানে ক্রিজে শুভমন গিল। ৩৯ রানে অপরাজিত বিরাট কোহলি। ১৪ ওভারের শেষে ভারতের স্কোর ৮৫/১।

IND Vs SL Live: অর্ধশতরানের গণ্ডি পার

নবম ওভারে অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলল ভারতীয় দল। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৫৭/১। গিল ২৬ ও কোহলি ২৬ রানে ব্যাট করছেন।

IND Vs SL Live Score: বড় ওভার

ইনিংসের পঞ্চম ওভারে মধুশঙ্কার বিরুদ্ধে ১১ রান উঠল। পাঁচ ওভার শেষে ভারতের স্কোর ২৫/১। কোহলি ১০ ও গিল নয় রানে ব্যাট করছেন।  

IND Vs SL Live: রোহিতের উইকেট ছিটকে গেল

প্রথম বলে দুরন্ত চার মারার পরের বলেই রোহিতের অফস্টাম্প ছিটকে দিলেন দিলশান মধুশঙ্কা। চার রানে প্রথম উইকেট হারাল ভারত।

IND Vs SL Live Score: টস জিতল শ্রীলঙ্কা

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। রোহিত অবশ্য টস জিতলে ব্যাটিংই করতেন বলে জানান। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে ভারত।

IND Vs SL Live: হেড-টু-হেড

টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৮টি ওয়ান ডে ম্যাচ জিতেছে। অপরদিকে শ্রীলঙ্কা মুখোমুখি লড়াইয়ে বেশ খানিকটা পিছিয়ে। ৫৭টি ম্যাচ জিতেছে ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান দল। দুই দলের ১১টি ম্যাচে কোনওরকম ফলাফল হয়নি।

প্রেক্ষাপট

মুম্বই: সেমিফাইনালের টিকিট প্রায় পাকা। তাও ছন্দ হারাতে নারাজ রোহিত (Rohit Sharma) বাহিনী। আগামীকাল বিশ্বকাপে (World Cup 2023) ভারতীয় দল (Indian Cricket Team) আরও একবার মাঠে নামতে চলেছে। সামনে খাতায় কলমে দুর্বল শ্রীলঙ্কা শিবির। এশিয়া কাপে এই শ্রীলঙ্কাকেই মাত্র ৫০ রানে অল আউট করে দিয়েছিল টিম ইন্ডিয়া। সেই ক্ষত আর সেরে ওঠেনি দ্বীপরাষ্ট্রটির। বিশ্বকাপের মঞ্চে গিল, রাহুলরা যতটা ধারাবাহিক, ততটাই ছন্নছাড়া কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন দলটি। ভারত যেখানে ৬ ম্যাচ খেলে সবগুলোতেই জয় ছিনিয়ে নিয়েছে। সেখানে শ্রীলঙ্কা তাঁদের ৬ ম্যাচের মধ্যে মাত্র ২টো ম্যাচে জয় ছিনিয়ে নিতে পেরেছে। এমনকী নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও হারতে হয়েছিল তাঁদের। সেমির দৌড়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কাকে আগামীকালের ম্য়াচ জিততেই হবে।


মুখোমুখি সাক্ষাতে ওয়ান ডে ফর্ম্যাটে ভারতের পাল্লাই ভারী। এখনও পর্যন্ত ৫০ ওভারের ক্রিকেটে মোট ১৬৭ ম্যাচ খেলেছে দুটো দল। তার মধ্যে ভারত ৯৮ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। অন্য়দিকে শ্রীলঙ্কা জয় পেয়েছে মাত্র ৫৭ ম্যাচে। বিশ্বকাপের মঞ্চে শেষবার ওয়াংখেড়েতে এই দুই দল খেলেছিল ২০১১ সালের ফাইনালে। সেবার দেশের মাটিতেই লঙ্কা বধ করে দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে তুলেছিলেন মহেন্দ্র সিংহ ধোনির ভারত। মাঝে ১২ বছর কেটে গেলেও বিশ্বকাপের মঞ্চে আর খেলেনি এই দুই প্রতিবেশী দেশ। একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এখনও পর্যন্ত মোট ৯ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ৪ বার জিতেছে টিম ইন্ডিয়া। আর ৪ বার জিতেছে শ্রীলঙ্কাও। একটি ম্যাচ অমীমাংসিত থেকে গিয়েছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.